জয়নাল আবেদীন, বেনাপোল থেকে: যশোর-২ আসনের সংসদ সদস্য ডা: নাসির উদ্দীন বলেছেন, ৭৫ সালের ১৫ আগষ্ট বাঙালী জাতির ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা হয়েছিল। ওই কালো রাতে ঘাতক-চক্র, মানবতার শত্রুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু ছিলেন, বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের মহান নেতা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না।
বুধবার (১৬ই আগষ্ট) বেলা ১২ টার দিকে শংকরপুর বঙ্গবন্ধু স্মৃতি-সংসদ ও পাঠাগারের আয়োজনে কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বঙ্গবন্ধু স্মৃতি-সংসদের যুগ্ন আহবায়ক অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে ও শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জির সার্বিক সহযোগীতায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম পশারীর পরিচালনায় ও সাংবাদিক আবু সাঈদের সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।
বুধবার (১৬ই আগষ্ট) বেলা ১২ টার দিকে শংকরপুর বঙ্গবন্ধু স্মৃতি-সংসদ ও পাঠাগারের আয়োজনে কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বঙ্গবন্ধু স্মৃতি-সংসদের যুগ্ন আহবায়ক অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে ও শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জির সার্বিক সহযোগীতায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম পশারীর পরিচালনায় ও সাংবাদিক আবু সাঈদের সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।