জয়নাল আবেদীন,বেনাপোল থেকে: যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী শালকোনা গ্রামের একটি গোয়াল ঘর থেকে নজরুল ইসলাম নজু (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ডিহি ইউনিয়নের শালকোনা বিজিবি ক্যাম্পের পাশেই জসিম উদ্দিনের গোয়াল ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নজরুল ইসলাম উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।
ঐ গ্রামের চৌকিদার রুহুল আমীন জানান, রবিবার (১৩ আগস্ট) রাতে তিনি শালকোনা মোড়ের দোকানে স্বাভাবিক অবস্থায় ছিলেন। কিন্তু আজ সকালে নজরুলের মৃত্যুর সংবাদ শুনতে পাই। তবে এ অস্বাভাবিক মৃত্যুর কারণ সম্পর্কে এলাকাবাসী কিছু জানেন না।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান হোসেন আলী জানান, নজরুল ইসলামের মরদেহটি গোয়াল ঘরে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত পরিবারের দাবি তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি গোয়াল ঘরে রেখে দেওয়া হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
ঐ গ্রামের চৌকিদার রুহুল আমীন জানান, রবিবার (১৩ আগস্ট) রাতে তিনি শালকোনা মোড়ের দোকানে স্বাভাবিক অবস্থায় ছিলেন। কিন্তু আজ সকালে নজরুলের মৃত্যুর সংবাদ শুনতে পাই। তবে এ অস্বাভাবিক মৃত্যুর কারণ সম্পর্কে এলাকাবাসী কিছু জানেন না।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান হোসেন আলী জানান, নজরুল ইসলামের মরদেহটি গোয়াল ঘরে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত পরিবারের দাবি তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি গোয়াল ঘরে রেখে দেওয়া হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।