রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সেবনের জেরে দুই বছর আগের এক যুবক হত্যার অভিযোগে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। রোববার (১৩ আগস্ট) রাতে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে বহিষ্কার করা হলো।
বহিষ্কৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মারুফ হাসান সুজন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রাজিব হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেক।
উল্লেখ্য, ২০২১ সালে কথা কাটাকাটির জেরে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ ওঠে এসব ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। দীর্ঘ তদন্তের পর পুলিশ মারুফ হাসান সুজনকে গ্রেপ্তার করে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে বহিষ্কার করা হলো।
বহিষ্কৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মারুফ হাসান সুজন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রাজিব হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেক।
উল্লেখ্য, ২০২১ সালে কথা কাটাকাটির জেরে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ ওঠে এসব ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। দীর্ঘ তদন্তের পর পুলিশ মারুফ হাসান সুজনকে গ্রেপ্তার করে।