এবার অনেকটা চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপ্রত্যাশিত হলেও দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ। এই একটি জায়গা নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের বিস্তর অভিযোগ। কারণ জাতীয় দলের হয়ে নাঈম ব্যাটে রান পাচ্ছেন না দীর্ঘদিন ধরে।
এদিকে জাতীয় দলের হয়ে নাঈম এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন মোট ৪টি। ৪ ম্যাচে মাত্র ১০ রান করেছেন তিনি। কিছু দিন আগে শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপেও খুব একটা ভালো করতে পারেননি তিনি। ৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১২৫ রান। তারপরও এশিয়া কাপের মতো বড় ইভেন্টে তাকে বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন বিসিবির নির্বাচকরা।
নাঈম শেখকে দলে অন্তর্ভুক্ত করার ব্যাখ্যাও দিয়েছেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘নাঈম শেখ ডমিস্টিকে যথেষ্ঠ ভালো করেছে। ইমার্জিং এশিয়া কাপে হয়তো ভালো খেলতে পারেনি। তারপরও যেহেতু তার আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে, আমরা চিন্তা ভাবনা করেছি, ওকে আরেকটি সুযোগ দেয়া যেতে পারে।’
এবারের ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবাহনীর হয়ে খেলেছিলেন নাঈম। টুর্নামেন্টে তিনি হয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহক। ১৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৯৩২ রান। যদিও আন্তর্জাতিক অঙ্গনে পা রেখে প্রায়ই ব্যর্থ হচ্ছেন তিনি।
এদিকে জাতীয় দলের হয়ে নাঈম এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন মোট ৪টি। ৪ ম্যাচে মাত্র ১০ রান করেছেন তিনি। কিছু দিন আগে শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপেও খুব একটা ভালো করতে পারেননি তিনি। ৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১২৫ রান। তারপরও এশিয়া কাপের মতো বড় ইভেন্টে তাকে বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন বিসিবির নির্বাচকরা।
নাঈম শেখকে দলে অন্তর্ভুক্ত করার ব্যাখ্যাও দিয়েছেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘নাঈম শেখ ডমিস্টিকে যথেষ্ঠ ভালো করেছে। ইমার্জিং এশিয়া কাপে হয়তো ভালো খেলতে পারেনি। তারপরও যেহেতু তার আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে, আমরা চিন্তা ভাবনা করেছি, ওকে আরেকটি সুযোগ দেয়া যেতে পারে।’
এবারের ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবাহনীর হয়ে খেলেছিলেন নাঈম। টুর্নামেন্টে তিনি হয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহক। ১৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৯৩২ রান। যদিও আন্তর্জাতিক অঙ্গনে পা রেখে প্রায়ই ব্যর্থ হচ্ছেন তিনি।