অবশেষে আজ ১২ আগস্ট শনিবার, এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের। চমক হিসেবে আছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।
গতকাল শুক্রবার বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের অধীনে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবে টাইগাররা। সাকিব অধিনায়ক হওয়ার পর বাকি ছিলো এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে এসে দল দিলো বাংলাদেশ। এশিয়া কাপে ৩১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর টাইগারদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান(অধিনায়ক), লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি , আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম ও নাঈম শেখ।
গতকাল শুক্রবার বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের অধীনে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবে টাইগাররা। সাকিব অধিনায়ক হওয়ার পর বাকি ছিলো এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে এসে দল দিলো বাংলাদেশ। এশিয়া কাপে ৩১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর টাইগারদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান(অধিনায়ক), লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি , আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম ও নাঈম শেখ।