এখন যুক্তরাষ্ট্রে মেসি উড়ছেন, সঙ্গে উড়ছে ইন্টার মায়ামিও। অথচ যে দলটি দেড়মাস জয়ের মুখ দেখেনি তারাই কিনা টানা চার ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে। আর এর কারিগর বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। মায়ামি সমর্থকরা ঠিক যেটি আশা করেছিলেন তার কাছ থেকেই মেসিও তাই করে দেখিয়েছেন। এদিকে আগামীকাল শনিবার ১২ আগস্ট আরেকটি অগ্নিপরীক্ষায় নামবেন মেসি।
এটিতে জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত হবে মায়ামির। যেখানে প্রতিপক্ষ শার্লট এফসি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শুরু হবে এ লড়াই। বাংলাদেশ থেকেও মেসির খেলা উপভোগ করার সুযোগ রয়েছে। অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশ থেকে মায়ামির ম্যাচ দেখা যাবে। কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করবে।
এদিকে ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনাকে একের পর এক সাফল্য পাইয়ে দিয়েছেন। পিএসজির হয়ে তেমন কিছু না উপহার দিতে ব্যর্থ তিনি। তবে দু’বছরে ক্লাবকে উপহার দিয়েছেন লিগ শিরোপা। বার্সেলোনায় ফেরার গুঞ্জন থাকলেও ক্যারিয়ারের শেষবেলায় মেসি চলে আসেন যুক্তরাষ্ট্রে। কম চাহিদার লিগ বলে তাকে সমালোচনায় বিদ্ধ করেছেন নিন্দুকেরা।
কিন্তু মাঠে নেমেই তার জবাব দিয়ে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত মায়ামির জার্সিতে চার ম্যাচ খেলে ৭ গোলের পাশাপাশি করেছেন তিন অ্যাসিস্ট। সেই সঙ্গে দল জয় নিয়ে মাঠ ছেড়েছে। সেই সঙ্গে ক্রুজ আজুল ও এফসি ডালাসের বিপক্ষে ফ্রিকিক থেকে ‘ট্রেডমার্ক’ গোল দুটি চোখে লেগে থাকবে তা বলাই যায়।
এদিকে মেসির মতো তারকা দলে থাকায় জয় নিয়ে মাঠ ছাড়ায় আত্মবিশ্বাসী কোচ টাটা মার্টিনো। তিনি বলেন, আমরা জয়ের ছন্দে আছি। শার্লটের বিপক্ষেও সেটা ধরে রাখতে হবে। একাদশ কেমন হবে সেটা নিয়ে আগে থেকে কোনো আভাস দিতে চাই না। আমার আস্থা আছে ওদের ওপর। ওদের কৌশল বলে দেয়া। মাঠে এখন কাজটা ঠিকঠাক করতে হবে ফুটবলারদের।
সামনে আক্রমণে মেসি এবং মার্টিনেজ। ডিফেন্সে অভিজ্ঞ জর্দি আলবা। আর ডিফেন্সিভ মিডফিল্ডে তো আছেনই তাতার ভরসার ফুটবলার বুসকেটস। ৪-৩-৩ ফরমেশনে দলকে খেলোনার পরিকল্পনা কোচের। কোয়ার্টার ফাইনালে শার্লটের বিপক্ষে ম্যাচের আগে পরিসংখ্যান আছে মায়ামির পক্ষেই। দু’দলের এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে দুটিতে জয় আছে ইন্টার মায়ামির। একটি জয় আছে শার্লট এফসির।
এদিকে প্রতিপক্ষের মাঠে শেষ ছয় অ্যাওয়ে ম্যাচেই জয়হীন শার্লট এফসি। নিজেদের মাঠে খেলা শেষ ৫ ম্যাচের তিনটিতেই জয় আছে ইন্টার মায়ামির। বাকি দুটি হয়েছে ড্র। তবে পরিসংখ্যান নয়, মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে উঠতে চায় ইন্টার মায়ামি।
এটিতে জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত হবে মায়ামির। যেখানে প্রতিপক্ষ শার্লট এফসি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শুরু হবে এ লড়াই। বাংলাদেশ থেকেও মেসির খেলা উপভোগ করার সুযোগ রয়েছে। অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশ থেকে মায়ামির ম্যাচ দেখা যাবে। কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করবে।
এদিকে ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনাকে একের পর এক সাফল্য পাইয়ে দিয়েছেন। পিএসজির হয়ে তেমন কিছু না উপহার দিতে ব্যর্থ তিনি। তবে দু’বছরে ক্লাবকে উপহার দিয়েছেন লিগ শিরোপা। বার্সেলোনায় ফেরার গুঞ্জন থাকলেও ক্যারিয়ারের শেষবেলায় মেসি চলে আসেন যুক্তরাষ্ট্রে। কম চাহিদার লিগ বলে তাকে সমালোচনায় বিদ্ধ করেছেন নিন্দুকেরা।
কিন্তু মাঠে নেমেই তার জবাব দিয়ে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত মায়ামির জার্সিতে চার ম্যাচ খেলে ৭ গোলের পাশাপাশি করেছেন তিন অ্যাসিস্ট। সেই সঙ্গে দল জয় নিয়ে মাঠ ছেড়েছে। সেই সঙ্গে ক্রুজ আজুল ও এফসি ডালাসের বিপক্ষে ফ্রিকিক থেকে ‘ট্রেডমার্ক’ গোল দুটি চোখে লেগে থাকবে তা বলাই যায়।
এদিকে মেসির মতো তারকা দলে থাকায় জয় নিয়ে মাঠ ছাড়ায় আত্মবিশ্বাসী কোচ টাটা মার্টিনো। তিনি বলেন, আমরা জয়ের ছন্দে আছি। শার্লটের বিপক্ষেও সেটা ধরে রাখতে হবে। একাদশ কেমন হবে সেটা নিয়ে আগে থেকে কোনো আভাস দিতে চাই না। আমার আস্থা আছে ওদের ওপর। ওদের কৌশল বলে দেয়া। মাঠে এখন কাজটা ঠিকঠাক করতে হবে ফুটবলারদের।
সামনে আক্রমণে মেসি এবং মার্টিনেজ। ডিফেন্সে অভিজ্ঞ জর্দি আলবা। আর ডিফেন্সিভ মিডফিল্ডে তো আছেনই তাতার ভরসার ফুটবলার বুসকেটস। ৪-৩-৩ ফরমেশনে দলকে খেলোনার পরিকল্পনা কোচের। কোয়ার্টার ফাইনালে শার্লটের বিপক্ষে ম্যাচের আগে পরিসংখ্যান আছে মায়ামির পক্ষেই। দু’দলের এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে দুটিতে জয় আছে ইন্টার মায়ামির। একটি জয় আছে শার্লট এফসির।
এদিকে প্রতিপক্ষের মাঠে শেষ ছয় অ্যাওয়ে ম্যাচেই জয়হীন শার্লট এফসি। নিজেদের মাঠে খেলা শেষ ৫ ম্যাচের তিনটিতেই জয় আছে ইন্টার মায়ামির। বাকি দুটি হয়েছে ড্র। তবে পরিসংখ্যান নয়, মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে উঠতে চায় ইন্টার মায়ামি।