লক্ষ্মীপুরে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে ইশার আজান দিতে গিয়ে এ ঘটনা ঘটে। কামরুল সদর উপজেলার শাকচর গ্রামের বায়তুন নুর হোসনেয়ারা জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি পটুয়াখালী জেলার আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে, কামরুল হাসান সদর উপজেলার শাকচর গ্রামের বায়তুন নূর হোসনেয়ারা জামে মসজিদে গত দুই বছর ধরে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, কামরুল হাসান সদর উপজেলার শাকচর গ্রামের বায়তুন নূর হোসনেয়ারা জামে মসজিদে গত দুই বছর ধরে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।