আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। ৬টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হন।
এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে হাসপাতালে নেয়া হবে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এদিকে গত ১৩ জুন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার বেগম খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার পথে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ জানিয়ে সকালে চিঠি দিয়েছিলেন।
এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে হাসপাতালে নেয়া হবে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এদিকে গত ১৩ জুন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার বেগম খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার পথে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ জানিয়ে সকালে চিঠি দিয়েছিলেন।