চলতি লঙ্কা প্রিমিয়ার লিগে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বাবর আজম। তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ সবাই। স্বদেশির এমন পারফরম্যান্স দেখে বেশ উৎফুল্ল পাকিস্তানের সাবেক ব্যাটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। বাবরের পারফরম্যান্স দেখে প্রশংসা করতে কমতি রাখেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা।
তবে তিনি হয়তো কিছুটা বেশিই প্রশংসা করে ফেলেছেন এবার। প্রশংসা করতে গিয়ে বাবরকে বিয়ের প্রস্তাবই দিয়ে ফেলেছেন রমিজ রাজা। গতকাল সোমবার গল টাইটান্সের বিপক্ষে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে তাণ্ডব চালিয়েছেন বাবর। খেলেছেন ৫৯ বলে ১০৪ রানের ম্যাচজয়ী ইনিংস। তার অপরাজিত সেঞ্চুরিতেই এক বল হাতে রেখে জয়ের বন্দরে পা রাখে কলম্বো।
এদিকে বাবরের প্রশংসায় রমিজ বলেন, 'নিরাপত্তা, ক্লাস, মান, শান্ত থাকা—এমন পরিস্থিতিতে সেই আপনার লোক, যে ইনিংসকে টেনে নিতে পারবে।' পাশে থাকা আরেক ধারাভাষ্যকার রমিজকে তখন বলেন, 'তোমার আরও বিশেষণ যোগ করা উচিত।' সে কথার পরই রমিজ বলে ওঠেন, 'আমি স্রেফ তাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই।'
রমিজের এমন মন্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। এলপিএলে এবারই প্রথম খেলছেন বাবর। এলপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাবর। ৫২.৭৫ গড়ে ২১১ রান করেছেন তিনি। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে রয়েছে কলম্বো স্ট্রাইকার্স। দুটি করে ম্যাচ জিতেছেন ও হেরেছেন তারা।
তবে তিনি হয়তো কিছুটা বেশিই প্রশংসা করে ফেলেছেন এবার। প্রশংসা করতে গিয়ে বাবরকে বিয়ের প্রস্তাবই দিয়ে ফেলেছেন রমিজ রাজা। গতকাল সোমবার গল টাইটান্সের বিপক্ষে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে তাণ্ডব চালিয়েছেন বাবর। খেলেছেন ৫৯ বলে ১০৪ রানের ম্যাচজয়ী ইনিংস। তার অপরাজিত সেঞ্চুরিতেই এক বল হাতে রেখে জয়ের বন্দরে পা রাখে কলম্বো।
এদিকে বাবরের প্রশংসায় রমিজ বলেন, 'নিরাপত্তা, ক্লাস, মান, শান্ত থাকা—এমন পরিস্থিতিতে সেই আপনার লোক, যে ইনিংসকে টেনে নিতে পারবে।' পাশে থাকা আরেক ধারাভাষ্যকার রমিজকে তখন বলেন, 'তোমার আরও বিশেষণ যোগ করা উচিত।' সে কথার পরই রমিজ বলে ওঠেন, 'আমি স্রেফ তাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই।'
রমিজের এমন মন্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। এলপিএলে এবারই প্রথম খেলছেন বাবর। এলপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাবর। ৫২.৭৫ গড়ে ২১১ রান করেছেন তিনি। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে রয়েছে কলম্বো স্ট্রাইকার্স। দুটি করে ম্যাচ জিতেছেন ও হেরেছেন তারা।