উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার উল্লাপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন হস্থান্তর করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় বঙ্গমাতার জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় বঙ্গমাতার জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন প্রমুখ।