পবিত্র কোরআনে কারিম সহিহ-শুদ্ধ করে পড়তে পাড়া বন্দরের শ্রেষ্ঠ ১০ শিশু-কিশোরের হাতে ১০ লাখ টাকার স্বর্ণ ও নগদ অর্থ তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। নাসিম ওসমান গোল্ড অ্যাওয়ার্ড ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল শুক্রবার সন্ধ্যায় বন্দরের নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার গুলো তুলে দেওয়া হয়।
এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের স্মরণে বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ব্যক্তিগত অর্থায়নে এই প্রতিযোগীতার আয়োজন করেন। এই প্রতিযোগীতায় অংশ নেন বন্দর উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে ৬৬ জন শিক্ষার্থী। সেখান থেকে শ্রেষ্ঠ ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার দেওয়া হয় ১ লাখ টাকা ও সোয়া ১ ভরি ওজনের স্বর্ণের চেইন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ রশীদ, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু।
এদিন অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন, আমার সংসদ সদস্য হওয়ার কথা ছিল না, আজকে যার নামে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে, সেই বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সংসদ সদস্য থাকার কথা ছিল। আল্লাহ তাকে নিয়ে গেছেন, এই প্রতিযোগীতা তারই নামে উৎসর্গ করা হয়েছে। দীর্ঘ দিন যাবত প্রতিযোগীতাটি করার চেষ্টা করেছিলাম, কিন্তু দীর্ঘ দিন পরে হলেও আজ করতে সক্ষম হয়েছি।
এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের স্মরণে বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ব্যক্তিগত অর্থায়নে এই প্রতিযোগীতার আয়োজন করেন। এই প্রতিযোগীতায় অংশ নেন বন্দর উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে ৬৬ জন শিক্ষার্থী। সেখান থেকে শ্রেষ্ঠ ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার দেওয়া হয় ১ লাখ টাকা ও সোয়া ১ ভরি ওজনের স্বর্ণের চেইন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ রশীদ, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু।
এদিন অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন, আমার সংসদ সদস্য হওয়ার কথা ছিল না, আজকে যার নামে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে, সেই বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সংসদ সদস্য থাকার কথা ছিল। আল্লাহ তাকে নিয়ে গেছেন, এই প্রতিযোগীতা তারই নামে উৎসর্গ করা হয়েছে। দীর্ঘ দিন যাবত প্রতিযোগীতাটি করার চেষ্টা করেছিলাম, কিন্তু দীর্ঘ দিন পরে হলেও আজ করতে সক্ষম হয়েছি।