আজ সকালে প্রায় তিন হাজার তৃণমূল নেতাদের নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ রবিবার ৬ আগস্ট সকাল সাড়ে ১০টায় গণভবনে সভাটি শুরু হয়।
সভায় উপস্থিত তৃণমূল নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এ দেশকে কখনই পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেওয়া যাবে না। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আপনারা প্রস্তুত হন, শপথ নিন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশে আবারও সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনা কারও কাছে মাথা নত করেন না। বিএনপির কিছু লোকজন দেখে ভয়ের কিছু নেই। তাদের চেয়ে আমাদের লোকবল অনেক বেশি। শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনেও জয়ের বন্দরে পৌঁছাব।
সভায় উপস্থিত তৃণমূল নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এ দেশকে কখনই পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেওয়া যাবে না। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আপনারা প্রস্তুত হন, শপথ নিন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশে আবারও সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনা কারও কাছে মাথা নত করেন না। বিএনপির কিছু লোকজন দেখে ভয়ের কিছু নেই। তাদের চেয়ে আমাদের লোকবল অনেক বেশি। শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনেও জয়ের বন্দরে পৌঁছাব।