এবার দলের বিপর্যয়ের মুহুর্তে নেমে করেছিলেন ৯ বলে মাত্র ৬ রান। কিন্তু নামটা সাকিব আল হাসান বলেই ভক্তরা আশা করছিলেন বোলিংয়ে এসে পুশিয়ে দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের প্রথম ওভারের প্রথম বলেই চারিথ আসালাঙ্কাকে আউট করে দিয়েছিলেন ভালো কিছুরই ইঙ্গিত। কিন্তু প্রতিপক্ষ শিবিরে যে ছিলেন তারই স্বদেশি তাওহীদ হৃদয়।
বড় ভাইকে চার ও ছক্কা মেরে দিলেন অন্যকিছুর আভাস। ম্যাচ শেষে হলোও তাই; সাকিবের গল টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে হৃদয়ের জাফনা কিংস। প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগে একে অপরের মুখোমুখি হয়েছিলেন সাকিব ও হৃদয়। বিশ্বসেরা অলরাউন্ডারের বিপক্ষে নিজের দলকে ম্যাচ জিতে নায়ক ছোটভাই হৃদয়।
২৩ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় খেলেছেন ৪৪ রানের ম্যাচজয়ী ইনিংস। অপরদিকে দর্শক হয়ে শুধু চেয়ে থাকলেন সাকিব; যেন তার করার কিছুই ছিলো না। তাওহীদের দিনে একেবারে সাকিব সুলভ না খেললেও; খুব একটা মন্দ খেলেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে কিছু করতে না পারলেও; জাফনা কিংস যে দুই উইকেট হারিয়েছে, দুটিই শিকার করেছেন সাকিব।
কিন্তু নামটা সাকিব বলেই হয়তো ভক্তদের প্রত্যাশা থাকে বেশি; এছাড়া গল টাইটান্সের আইকন খেলোয়াড় বলে কথা! প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেয়ে নিজের সেরাটা দিচ্ছেন তাওহীদ হৃদয়। প্রথম ম্যাচেই ফিফটির পর; দ্বিতীয় ম্যাচে করেছিলেন ২৪ রান।
গতকাল শুক্রবার যেন নিজেকে ছাড়িয়ে গেলেন তিনি। পাকিস্তানি অভিজ্ঞ ব্যাটারের অভাবটা বুঝতে দিচ্ছেন না তরুণ এই তারকা। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় প্রথম স্থান ধরে রেখেছেন তিনি।
বড় ভাইকে চার ও ছক্কা মেরে দিলেন অন্যকিছুর আভাস। ম্যাচ শেষে হলোও তাই; সাকিবের গল টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে হৃদয়ের জাফনা কিংস। প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগে একে অপরের মুখোমুখি হয়েছিলেন সাকিব ও হৃদয়। বিশ্বসেরা অলরাউন্ডারের বিপক্ষে নিজের দলকে ম্যাচ জিতে নায়ক ছোটভাই হৃদয়।
২৩ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় খেলেছেন ৪৪ রানের ম্যাচজয়ী ইনিংস। অপরদিকে দর্শক হয়ে শুধু চেয়ে থাকলেন সাকিব; যেন তার করার কিছুই ছিলো না। তাওহীদের দিনে একেবারে সাকিব সুলভ না খেললেও; খুব একটা মন্দ খেলেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে কিছু করতে না পারলেও; জাফনা কিংস যে দুই উইকেট হারিয়েছে, দুটিই শিকার করেছেন সাকিব।
কিন্তু নামটা সাকিব বলেই হয়তো ভক্তদের প্রত্যাশা থাকে বেশি; এছাড়া গল টাইটান্সের আইকন খেলোয়াড় বলে কথা! প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেয়ে নিজের সেরাটা দিচ্ছেন তাওহীদ হৃদয়। প্রথম ম্যাচেই ফিফটির পর; দ্বিতীয় ম্যাচে করেছিলেন ২৪ রান।
গতকাল শুক্রবার যেন নিজেকে ছাড়িয়ে গেলেন তিনি। পাকিস্তানি অভিজ্ঞ ব্যাটারের অভাবটা বুঝতে দিচ্ছেন না তরুণ এই তারকা। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় প্রথম স্থান ধরে রেখেছেন তিনি।