এবার কুষ্টিয়ায় গড়াই নদীতে নৌকা ভ্রমণে গিয়ে বন্ধুদের সঙ্গে নাচতে নাচতে নদীতে পড়ে শুভ (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার ৪ আগস্ট বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে নিখোঁজ শুভ কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিল পাড়ার দুলাল আলীর ছেলে। গতকাল শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচতে নাচতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যান।
সবাই উঠে আসলেও শুভ পারেননি। পানির স্রোতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে, শুভকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। খুলনায় ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আবার উদ্ধার অভিযান চালাবেন।
এদিকে শুভর বন্ধুরা বলেছেন, সকালে আমরা নৌকা ভ্রমণে যাই। বিকেল ৫টার দিকে নাচতে নাচতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যাই। সবাই উঠে আসলেও শুভ পারেনি।
এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক মো. জানে আলম বলেছেন, বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পড়ে শুভ নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। খুলনার ডুবুরি দল আসছে। তার এসে উদ্ধার অভিযান চালাবে।
এদিকে নিখোঁজ শুভ কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিল পাড়ার দুলাল আলীর ছেলে। গতকাল শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচতে নাচতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যান।
সবাই উঠে আসলেও শুভ পারেননি। পানির স্রোতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে, শুভকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। খুলনায় ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আবার উদ্ধার অভিযান চালাবেন।
এদিকে শুভর বন্ধুরা বলেছেন, সকালে আমরা নৌকা ভ্রমণে যাই। বিকেল ৫টার দিকে নাচতে নাচতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যাই। সবাই উঠে আসলেও শুভ পারেনি।
এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক মো. জানে আলম বলেছেন, বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পড়ে শুভ নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। খুলনার ডুবুরি দল আসছে। তার এসে উদ্ধার অভিযান চালাবে।