এবার বায়ার্ন মিউনিখ থেকে উইঙ্গার সাদিও মানের সঙ্গে চুক্তি সম্পন্ন করার ঘোষণা দিয়েছে সৌদি প্রো লিগ ক্লাব আল নাসর। চলতি মাসের শুরুতে গুঞ্জন ওঠে, রিয়াদের ক্লাবের সঙ্গে কথা বলছে বায়ার্ন।
পরে মানেও তাতে সম্মতি দেন। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আক্রমণভাগে যুক্ত হচ্ছেন সেনেগালিজ তারকা। এদিকে ৩১ বছর বয়সী মানে গত মৌসুমে লিভারপুল থেকে বায়ার্নে যোগ দেন। কিন্তু ক্লাবে এসে স্বস্তিতে ছিলেন না।
চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির কাছে হারের পর সতীর্থ লেরয় সানের সঙ্গে তার হাতাহাতিও হয়। আর ওই ঘটনায় বায়ার্নের সঙ্গে তার ছাড়াছাড়ির অন্যতম কারণ।
অ্যানফিল্ডে ছয়টি শিরোপা জেতা মানের সঙ্গে লিভারপুলের আরও তিন তারকা সৌদি লিগে যোগ দিয়েছেন। রবার্তো ফিরমিনো, ফ্যাবিনহো ও জর্ডান হেন্ডারসন আল আহলি, আল ইত্তিহাদ ও আল ইত্তিফাকে চুক্তি করেছেন।
পরে মানেও তাতে সম্মতি দেন। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আক্রমণভাগে যুক্ত হচ্ছেন সেনেগালিজ তারকা। এদিকে ৩১ বছর বয়সী মানে গত মৌসুমে লিভারপুল থেকে বায়ার্নে যোগ দেন। কিন্তু ক্লাবে এসে স্বস্তিতে ছিলেন না।
চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির কাছে হারের পর সতীর্থ লেরয় সানের সঙ্গে তার হাতাহাতিও হয়। আর ওই ঘটনায় বায়ার্নের সঙ্গে তার ছাড়াছাড়ির অন্যতম কারণ।
অ্যানফিল্ডে ছয়টি শিরোপা জেতা মানের সঙ্গে লিভারপুলের আরও তিন তারকা সৌদি লিগে যোগ দিয়েছেন। রবার্তো ফিরমিনো, ফ্যাবিনহো ও জর্ডান হেন্ডারসন আল আহলি, আল ইত্তিহাদ ও আল ইত্তিফাকে চুক্তি করেছেন।