উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে: ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয় দেওয়া শরিফুল ইসলাম (৩৬) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। তাকে মঙ্গলবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবপুর গ্রাম থেকে ধরা হয়।
শরিফুল ইসলাম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোতাহার হোসেন জানান, ধৃত শরিফুল বিভিন্ন সময় এলাকায় নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে অনেক যুবককে চাকরি দেবার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে থানায় পুলিশের কাছে অভিযোগ রয়েছে। কখনো কখনো তিনি মাদক কারবারিদের নিকট থেকে ভুয়া পরিচয়ে অর্থ গ্রহণ করেছেন। এব্যাপারে থানায় একটি প্রতারণার মামলা হয়েছে।
শরিফুল ইসলাম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোতাহার হোসেন জানান, ধৃত শরিফুল বিভিন্ন সময় এলাকায় নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে অনেক যুবককে চাকরি দেবার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে থানায় পুলিশের কাছে অভিযোগ রয়েছে। কখনো কখনো তিনি মাদক কারবারিদের নিকট থেকে ভুয়া পরিচয়ে অর্থ গ্রহণ করেছেন। এব্যাপারে থানায় একটি প্রতারণার মামলা হয়েছে।