এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে মাঠে নামছে টাইগাররা। আজ শুক্রবার চেমসফোর্ডে আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে যে গা গরমের ম্যাচটি খেলবে বাংলাদেশ দল, তাতে অবশ্য নেই সাকিব। প্রধান চালিকাশক্তি ও এক নম্বর অলরাউন্ডার সাকিবকে ছাড়া বাংলাদেশ সময় বিকেল তিনটার পর প্রস্ততি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল।
তবে প্র্যাকটিস ম্যাচ না খেললেও বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাকিব আজ ৫ মে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। শুক্রবারই তার যুক্তরাষ্ট্র থেকে চেমসফোর্ডে দলের সঙ্গে মিলিত হওয়ার কথা।
এদিকে সাকিব না থাকলেও মূল বহরের পর দলের সঙ্গে দেরিতে যোগ দেওয়া লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের আজকের প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে।
আগেই দলে যোগ দেওয়া লিটন গত ২ দিনের প্র্যাকটিস সেশনের এক সেশন করেছেন। জানা গেছে, আজ তিনি খেলবেন। তবে মুস্তাফিজ খেলবেন নাকি বিশ্রাম নেবেন, সূত্র নিশ্চিত করে জানাতে পারেনি। চেমসফোর্ড পৌঁছার পর গত ২ দিন দুটি নিবিড় অনুশীলন সেশন কেটেছে টিম বাংলাদেশের।
তবে প্র্যাকটিস ম্যাচ না খেললেও বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাকিব আজ ৫ মে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। শুক্রবারই তার যুক্তরাষ্ট্র থেকে চেমসফোর্ডে দলের সঙ্গে মিলিত হওয়ার কথা।
এদিকে সাকিব না থাকলেও মূল বহরের পর দলের সঙ্গে দেরিতে যোগ দেওয়া লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের আজকের প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে।
আগেই দলে যোগ দেওয়া লিটন গত ২ দিনের প্র্যাকটিস সেশনের এক সেশন করেছেন। জানা গেছে, আজ তিনি খেলবেন। তবে মুস্তাফিজ খেলবেন নাকি বিশ্রাম নেবেন, সূত্র নিশ্চিত করে জানাতে পারেনি। চেমসফোর্ড পৌঁছার পর গত ২ দিন দুটি নিবিড় অনুশীলন সেশন কেটেছে টিম বাংলাদেশের।