প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্দোলন সংগ্রাম দেখে ভয় পাওয়ার কিছু নেই। জনগণ আওয়ামী লীগের সাথেই আছে। আন্দোলন করছে করবে, তবে জ্বালাও-পোড়াও করতে দেয়া হবে না। এসব নিয়ে প্রশাসনের মন খারাপের কিছু নেই বলেও মন্তব্য করেন সরকার প্রধান। বলেন, দেশের ভাগ্য নিয়ে আর কাউকে খেলতে দেয়া হবে না।
সোমবার (৩১ জুলাই) ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসনে উদ্ভাবনী ও গুরুত্বপূর্ণ আবদানের জন্য বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে পদক, চেক ও সম্মাননা সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগের সাথেই আছে। বিএনপির শাসনামলে হত্যা, জঙ্গিবাদ, নৈরাজ্য, মানুষের ক্ষুধা-দারিদ্য, অর্থনীতির দূরবস্থার কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেয়ার পাশাপাশি দেশের ভাগ্য নিয়ে আর কাউকে খেলতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন শেখ হাসিনা।
সোমবার (৩১ জুলাই) ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসনে উদ্ভাবনী ও গুরুত্বপূর্ণ আবদানের জন্য বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে পদক, চেক ও সম্মাননা সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগের সাথেই আছে। বিএনপির শাসনামলে হত্যা, জঙ্গিবাদ, নৈরাজ্য, মানুষের ক্ষুধা-দারিদ্য, অর্থনীতির দূরবস্থার কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেয়ার পাশাপাশি দেশের ভাগ্য নিয়ে আর কাউকে খেলতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন শেখ হাসিনা।