সেলিম রেজা, মেহেরপুর থেকে: মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ রাজিব ইসলাম (২৫) নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত রাজিব কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছী গ্রামের নজরুল ইসলামের ছেলে। র্যাব-১২ মেহেরপুরের (গাংনীস্থ) ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সাহারবাটী-গাংনী সড়কের সাহারবাটী চারচারা বাজারের অদূরে কাটাখালীর মোড় থেকে রাজিবকে আটক করে।
র্যাব-১২, (সিরাজগঞ্জ) এর অধিনায়ক মারুফ হোসেন (পিপিএম) এর নির্দেশনায় রবিবার দুপুরে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ব্যাটারি চালিত অটো বাইক এবং ১টি মোবাইল-ফোন জব্দ করা হয়।
সাং-প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানা হতে মেহেরপুর জেলার গাংনী থানায় এসে মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে।
র্যাব-১২, (সিরাজগঞ্জ) এর অধিনায়ক মারুফ হোসেন (পিপিএম) এর নির্দেশনায় রবিবার দুপুরে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ব্যাটারি চালিত অটো বাইক এবং ১টি মোবাইল-ফোন জব্দ করা হয়।
সাং-প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানা হতে মেহেরপুর জেলার গাংনী থানায় এসে মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে।