আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয়ের সময় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ জুলাই) রাত পৌনে ১টার সময় পুলিশের একটি অভিযানিক দল উপজেলার ২ নং পালশা ইউনিয়নের বড়হট্টা উচিতপুর গ্রামে অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামের বাড়ি থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট যাহার আনুমানিক মূল্য ১০৫০০ টাকা এবং ২০ গ্রাম হেরোইন যাহার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। এসময় মাদক বিক্রয়ের নগদ ২৭০ টাকাসহ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ২নং পালশা ইউপির বড়হট্টা উচিতপুর গ্রামের আতর আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪০) ও একই ইউনিয়নের কৃষ্ণপুর মরিচা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ময়নুল ইসলাম মনু (৩২)।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলানা করে ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা রুজু পূর্বক সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ২নং পালশা ইউপির বড়হট্টা উচিতপুর গ্রামের আতর আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪০) ও একই ইউনিয়নের কৃষ্ণপুর মরিচা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ময়নুল ইসলাম মনু (৩২)।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলানা করে ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা রুজু পূর্বক সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।