অনেক আগে নারীদের ক্রিকেটে বাংলাদেশ সেঞ্চুরি পেয়েছিল। ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে একই টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক পিংকি। বাকি ছিল কেবল ওয়ানডে সেঞ্চুরি। পিংকির কল্যাণে সেটিও হয়ে গেল। আজ শনিবার (২২ জুলাই) ভারতের বিপক্ষে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন পিংকি।
১৫৬ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ১০৭ রানে আউট হন পিংকি। তাতে টিম ইন্ডিয়ার বিপক্ষে ৪ উইকেটে ২২৫ রানের বড় সংগ্রহ পেয়েছে টাইগ্রেসরা। পিংকি অনন্য আরেকটি জায়গায়। দুই ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটারও তিনি।
টি-টোয়েন্টিতে মালদ্বীপের বিপক্ষে ৫৩ বলে ১১০ রানের ইনিংস খেলেছিলেন এ ওপেনার। ওয়ানডে ক্রিকেটে পিংকিই বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক। মূলত ওয়ানডেতে হাজার রান ছাড়ানো একমাত্র বাংলাদেশি ব্যাটারই তিনি। ২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই ক্রিকেটার এখন পর্যন্ত করেছেন ১ হাজার ২৪০ রান।
৯৬৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রুমানা আহমেদ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে পিংকির রান দ্বিতীয় সর্বোচ্চ। এ ক্ষেত্রেও হাজারের ঘর পার করেছেন তিনি। ৮৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১ হাজার ২৫৩ রান। ১ হাজার ৫১৫ রান নিয়ে সবার ওপরে নিগার সুলতানা জ্যোতি।
১৫৬ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ১০৭ রানে আউট হন পিংকি। তাতে টিম ইন্ডিয়ার বিপক্ষে ৪ উইকেটে ২২৫ রানের বড় সংগ্রহ পেয়েছে টাইগ্রেসরা। পিংকি অনন্য আরেকটি জায়গায়। দুই ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটারও তিনি।
টি-টোয়েন্টিতে মালদ্বীপের বিপক্ষে ৫৩ বলে ১১০ রানের ইনিংস খেলেছিলেন এ ওপেনার। ওয়ানডে ক্রিকেটে পিংকিই বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক। মূলত ওয়ানডেতে হাজার রান ছাড়ানো একমাত্র বাংলাদেশি ব্যাটারই তিনি। ২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই ক্রিকেটার এখন পর্যন্ত করেছেন ১ হাজার ২৪০ রান।
৯৬৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রুমানা আহমেদ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে পিংকির রান দ্বিতীয় সর্বোচ্চ। এ ক্ষেত্রেও হাজারের ঘর পার করেছেন তিনি। ৮৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১ হাজার ২৫৩ রান। ১ হাজার ৫১৫ রান নিয়ে সবার ওপরে নিগার সুলতানা জ্যোতি।