ঝিনাইদহের কালীগঞ্জের শালিখা গ্রামে পান চুরি সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে সূর্য্যমান (৬২) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ মে) সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের রাম চন্দ্রমানের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে পান চুরি করতে গিয়ে ধরা পড়ে সূর্য্যমান। এরপর গ্রামবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজোয়ান আহমেদ জানান, নিহত ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় বুধবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে পান চুরি করতে গিয়ে ধরা পড়ে সূর্য্যমান। এরপর গ্রামবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজোয়ান আহমেদ জানান, নিহত ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় বুধবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।