কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রলীগ নেতার নাম বাধন সরকার (১৭)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর বাজার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং উপজেলার ধর্মপুর গ্রামের দুলাল সরকারের ছেলে। আজ বৃহস্পতিবার (৪ মে) সকালে এ তথ্য নিশ্চিত করছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান।
জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের ছেঁড়া তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন বাঁধন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল জানান, বাঁধনের মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সে এভাবে চলে যাবে তা কোনো দিন ভাবতে পারিনি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, বাধন বাড়িতে বৈদ্যুতিক লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের ছেঁড়া তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন বাঁধন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল জানান, বাঁধনের মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সে এভাবে চলে যাবে তা কোনো দিন ভাবতে পারিনি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, বাধন বাড়িতে বৈদ্যুতিক লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।