রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে চলন্ত গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার এ তথ্য জানান।
জানা গেছে, গাড়িটির মালিক রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সিনিয়র শিক্ষক মোছা. রাফিয়ার। দুর্ঘটনার সময় গাড়িতে তিনিসহ তার মেয়ে ও ছোট ভাই ছিলেন।
ঘটনার পর রাফিয়া বলেন, গাড়িটি তিনি নিজেই চালাচ্ছিলেন। হঠাৎই গাড়ির সামনে ইঞ্জিনের অংশে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে কোনো রকমে মেয়ে ও ভাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তিনি আরও জানান, তার গাড়িতে কোনো গ্যাস সিলিন্ডার নেই। কীভাবে আগুন লাগল তা বুঝতে পারছেন না তিনি।
জানা গেছে, গাড়িটির মালিক রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সিনিয়র শিক্ষক মোছা. রাফিয়ার। দুর্ঘটনার সময় গাড়িতে তিনিসহ তার মেয়ে ও ছোট ভাই ছিলেন।
ঘটনার পর রাফিয়া বলেন, গাড়িটি তিনি নিজেই চালাচ্ছিলেন। হঠাৎই গাড়ির সামনে ইঞ্জিনের অংশে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে কোনো রকমে মেয়ে ও ভাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তিনি আরও জানান, তার গাড়িতে কোনো গ্যাস সিলিন্ডার নেই। কীভাবে আগুন লাগল তা বুঝতে পারছেন না তিনি।