আজ আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, আমাকে আপনার পছন্দ না হলে ভোট দিয়েন না, আমাকে পছন্দ না হলে এড়িয়ে যান। কিন্তু আমাকে মারার কোনো অধিকার আপনাদেরকে দেয়া হয় নাই। কারণ আপনারা দেখেছেন সেদিন যে হারে আমাকে মেরেছে এক উপরওয়ালার কারণে আমি বেঁচে আছি।
আজ বৃহস্পতিবার ২০ জুলাই বিকেল রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশের আগে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হিরো আলম বলেন, আমি মাটিতে পড়ে গিয়েছি, ওরা সেখানে আমাকে ইচ্ছে মতো মার দিয়েছে।
হিরো আলম আরো বলেন, আমার একটা জিনিস দুঃখ লেগেছে, আমাকে যখন মারে তখন আমি কিন্তু তাদের (পুলিশ) কাছে দৌড়ে গিয়েছিলাম। তারা কিন্তু গাড়ি থেকেই নামেনি। আমি ডিবিকে বলব যে পুলিশগুলো ডিউটিতে ছিল তারা শোনার পরও কার নির্দেশে আমাকে বাঁচাতে আসলো না।
আজ বৃহস্পতিবার ২০ জুলাই বিকেল রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশের আগে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হিরো আলম বলেন, আমি মাটিতে পড়ে গিয়েছি, ওরা সেখানে আমাকে ইচ্ছে মতো মার দিয়েছে।
হিরো আলম আরো বলেন, আমার একটা জিনিস দুঃখ লেগেছে, আমাকে যখন মারে তখন আমি কিন্তু তাদের (পুলিশ) কাছে দৌড়ে গিয়েছিলাম। তারা কিন্তু গাড়ি থেকেই নামেনি। আমি ডিবিকে বলব যে পুলিশগুলো ডিউটিতে ছিল তারা শোনার পরও কার নির্দেশে আমাকে বাঁচাতে আসলো না।