আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: হাফিজিয়া মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছে সিরাজগঞ্জের কামারখন্দের ভ্রাম্যমান আদালত। এসময় বরের বাবা শফিকুল ইসলামকে (৬০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শফিকুল ইসলাম পাবনা জেলার ফরিদপুর উপজেলার উত্তর টিয়ারপাড়া গ্রামের মৃত গোলাম নবীর ছেলে।
বুধবার বিকেলে উপজেলার নুরনগর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ ও জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
তিনি বলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার উত্তর টিয়ারপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে হৃদয়ের সঙ্গে কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে হাফিজিয়া মাদ্রাসায় পড়ুয়া ১৫ বছর বয়সী স্বর্ণা খাতুনের বিয়ের আয়োজন চলছিলো। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাল্য বিয়ে বন্ধ করা হয় এবং বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।