প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে লিটনের প্রথম আইপিএল যাত্রাটা খুব একটা সুখের হয়নি। মাত্র এক ম্যাচ খেলেই আইপিএল থেকে দেশে ফিরে আসেন লিটন।
এদিকে লিটনের বদলি হিসেবে নতুন কোনো ক্রিকেটারকে দলে ভেড়াবে কিনা কেকেআর তা নিয়ে ছিল সংশয়। তবে শেষ পর্যন্ত লিটনের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে কলকাতা।
লিটনের মতো ৫০ লাখ ভারতীয় রুপিতেই চার্লসকে দলে নিয়েছে কলকাতা। প্রথমবারের মতো আইপিএলে অংশ নিতে যাওয়া চার্লস এর আগে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলের জার্সিতে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে এই ওপেনারের। ২০১২ এবং ২০১৬ সালে ক্যারিবিয়ানদের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।
এদিকে লিটনের বদলি হিসেবে নতুন কোনো ক্রিকেটারকে দলে ভেড়াবে কিনা কেকেআর তা নিয়ে ছিল সংশয়। তবে শেষ পর্যন্ত লিটনের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে কলকাতা।
লিটনের মতো ৫০ লাখ ভারতীয় রুপিতেই চার্লসকে দলে নিয়েছে কলকাতা। প্রথমবারের মতো আইপিএলে অংশ নিতে যাওয়া চার্লস এর আগে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলের জার্সিতে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে এই ওপেনারের। ২০১২ এবং ২০১৬ সালে ক্যারিবিয়ানদের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।