বর্তমানে আর্ন্তাজাতিক ক্রিকেটে সময়টা দারুণ কাটাচ্ছেন লিটন কুমার দাশ। তিন ফরম্যাটেই দারুণ সব ইনিংস খেলে জয় এনে দিয়েছেন দলকে। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত আর্ন্তাজাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন তিনি।
এদিকে সেরা রান সংগ্রাহকের তালিকায় লিটনের উপরে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এই সময়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আর্ন্তাজাতিক ক্রিকেটে ৪৯.৬৭ এভারেজে রান করেছেন ৫৮১২।
যেখানে ১৫টি সেঞ্চুরির পাশাপাশি ছিলো ৪২টি ফিফটিও। দুই নম্বরে অবস্থান করা আরেক পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ান এই সময়ে ৪৬.৬৪ এভারেজে ৩ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে ৪৪৭৮ রান করেছেন।
এদিকে তালিকার তিনে থাকা লিটন পেছনে ফেলেছেন জো রুট ও ভিরাট কোহলির মতো তারকাকে। বাংলাদেশি এই উইকেট কিপার ব্যাটার ৩৬.৫৬ এভারেজে ৭ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে রান করেছেন ৪২৬৮।
চারে থাকা রুটের রান ৪২২৮; ৫১.৫৬ এভারেজে ১৩ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে এই রান করেছেন তিনি। ভারতের তারকা ক্রিকেটার ভিরাট কোহলি ৩৯.৭৭ এভারেজে ৫ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে রান করেছেন ৪০১৭।
এদিকে সেরা রান সংগ্রাহকের তালিকায় লিটনের উপরে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এই সময়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আর্ন্তাজাতিক ক্রিকেটে ৪৯.৬৭ এভারেজে রান করেছেন ৫৮১২।
যেখানে ১৫টি সেঞ্চুরির পাশাপাশি ছিলো ৪২টি ফিফটিও। দুই নম্বরে অবস্থান করা আরেক পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ান এই সময়ে ৪৬.৬৪ এভারেজে ৩ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে ৪৪৭৮ রান করেছেন।
এদিকে তালিকার তিনে থাকা লিটন পেছনে ফেলেছেন জো রুট ও ভিরাট কোহলির মতো তারকাকে। বাংলাদেশি এই উইকেট কিপার ব্যাটার ৩৬.৫৬ এভারেজে ৭ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে রান করেছেন ৪২৬৮।
চারে থাকা রুটের রান ৪২২৮; ৫১.৫৬ এভারেজে ১৩ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে এই রান করেছেন তিনি। ভারতের তারকা ক্রিকেটার ভিরাট কোহলি ৩৯.৭৭ এভারেজে ৫ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে রান করেছেন ৪০১৭।