গতকাল সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো জয় দিয়ে। গতকাল রাতে দাপুটে জয়ে সিরিজ পকেটে পুরেছে সাকিব আল হাসানের দল। ক্রিকেট আনন্দে মাতিয়েছে পুরো সিলেটবাসীকে। এমন দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠকর্মীদের আনন্দের মাত্রা আরেকটু বাড়িয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
ম্যাচ শেষে মাঠকর্মীদের ৩২ইঞ্চি একটি টিভি উপহার দিয়েছেন ২৫ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। সিলেট স্টেডিয়ামের মাঠকর্মীদের রুমে কোনো টিভি নেই। সেটা কানে পৌঁছালে মিরাজ নিজেই একটা টিভি কিনে দেওয়ার উদ্যোগ নেন। যেই কথা সেই কাজ।
ম্যাচ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকতা শেষে মাঠকর্মীদের টিভিটি উপহার দেন। একই সঙ্গে সবার সঙ্গে হন ফ্রেমেবন্দি। এ সময় মিরাজের সঙ্গে ছিলেন ওয়ালটনের সহকারী পরিচালক রবিউল ইসলাম মিল্টন। সিরিজ জয়ের ম্যাচের দিন মিরাজের অবশ্য ব্যাটিং-বোলিং কোনোটাই করা হয়নি।
একাদশে থেকে শুধু ফিল্ডিংয়ের ভূমিকাতে ছিলেন সীমাবদ্ধ। কারণ সাকিব-তাসকিনদের বোলিং দাপুটে মিরাজের কাঁধে আর দায়িত্ব আসেনি। ব্যাটিংও মিরাজের নামার প্রয়োজন হয়নি। ১১৯ রানের লক্ষ্য তাঁর নামার আগেই তাড়া করে ফেলেন বাকিরা। এর আগে প্রথম ম্যাচে বল হাতে ১৩ রান দিয়ে মিরাজ নেন একটি উইকেট। আর ব্যাট হাতে করেন ৮ রান।
ম্যাচ শেষে মাঠকর্মীদের ৩২ইঞ্চি একটি টিভি উপহার দিয়েছেন ২৫ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। সিলেট স্টেডিয়ামের মাঠকর্মীদের রুমে কোনো টিভি নেই। সেটা কানে পৌঁছালে মিরাজ নিজেই একটা টিভি কিনে দেওয়ার উদ্যোগ নেন। যেই কথা সেই কাজ।
ম্যাচ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকতা শেষে মাঠকর্মীদের টিভিটি উপহার দেন। একই সঙ্গে সবার সঙ্গে হন ফ্রেমেবন্দি। এ সময় মিরাজের সঙ্গে ছিলেন ওয়ালটনের সহকারী পরিচালক রবিউল ইসলাম মিল্টন। সিরিজ জয়ের ম্যাচের দিন মিরাজের অবশ্য ব্যাটিং-বোলিং কোনোটাই করা হয়নি।
একাদশে থেকে শুধু ফিল্ডিংয়ের ভূমিকাতে ছিলেন সীমাবদ্ধ। কারণ সাকিব-তাসকিনদের বোলিং দাপুটে মিরাজের কাঁধে আর দায়িত্ব আসেনি। ব্যাটিংও মিরাজের নামার প্রয়োজন হয়নি। ১১৯ রানের লক্ষ্য তাঁর নামার আগেই তাড়া করে ফেলেন বাকিরা। এর আগে প্রথম ম্যাচে বল হাতে ১৩ রান দিয়ে মিরাজ নেন একটি উইকেট। আর ব্যাট হাতে করেন ৮ রান।