এবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ বল হাতে রেখে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে।
টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে একাদশের বাইরে ছিটকে গেছেন রনি তালুকদার। তার বদলে দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন। আর পেসার শরিফুল ইসলামের বদলে একাদশে ফিরেছেন হাসান মাহমুদ।
এদিকে বল হাতে নেমে প্রথম ওভারেই উইকেট এনে দিয়েছেন তাসকিন। এই পেসারের অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথের ডেলিভারি পুল খেলার চেষ্টা করেছিলেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু টাইমিং হয়নি। ব্যাটের কানায় লেগে বল টপ এজ হয়। এরপর নিজেই ক্যাচ ধরেন তাসকিন।
এর আগের বলেই ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে তাসকিনকে ছক্কা হাঁকিয়েছিলেন গুরবাজ। এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে ৪ রান করা হজরতউল্লাহ জাজাইকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তাসকিন। আফগানিস্তানের ইনিংসের ৭.২ ওভার পরেই সিলেটে হানা দেয় বৃষ্টি। ফলে বন্ধ হয়ে যায় খেলা।
টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে একাদশের বাইরে ছিটকে গেছেন রনি তালুকদার। তার বদলে দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন। আর পেসার শরিফুল ইসলামের বদলে একাদশে ফিরেছেন হাসান মাহমুদ।
এদিকে বল হাতে নেমে প্রথম ওভারেই উইকেট এনে দিয়েছেন তাসকিন। এই পেসারের অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথের ডেলিভারি পুল খেলার চেষ্টা করেছিলেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু টাইমিং হয়নি। ব্যাটের কানায় লেগে বল টপ এজ হয়। এরপর নিজেই ক্যাচ ধরেন তাসকিন।
এর আগের বলেই ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে তাসকিনকে ছক্কা হাঁকিয়েছিলেন গুরবাজ। এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে ৪ রান করা হজরতউল্লাহ জাজাইকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তাসকিন। আফগানিস্তানের ইনিংসের ৭.২ ওভার পরেই সিলেটে হানা দেয় বৃষ্টি। ফলে বন্ধ হয়ে যায় খেলা।