এবার ওয়ানডে সিরিজ হারের পর দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। করিম জানাতের হ্যাটট্রিকের পরও তাওহিদ হৃদয়ের অনবদ্য পারফরম্যান্সে শেষ পর্যন্ত ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি। আজ রবিবার ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি স্পোর্টস।
প্রথম ম্যাচে দুই উইকেটের জয়ে সিরিজে এগিয়ে সাকিরের দল। ওই এক জয়ে টাইগারদের সামনে এখন আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। শেষ খেলায় জিতলেই সিরিজ হবে টাইগারদের। তবে হারলেও সিরিজ হাতছাড়া হওয়ার ভয় নেই। তাই অনেকটা নিরাপদ অবস্থানে থেকে ও মানসিক স্বস্তি নিয়েই এদিন মাঠে নামবে টাইগাররা।
দলে কোনো ইনজুরিও শঙ্কা নেই। তাই আপাতত একাদশে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। টিম ম্যানেজমেন্ট সূত্র নিশ্চিত করেছে, শুক্রবারের দলটিই খেলবে রোববার। প্রথম ম্যাচে টাইগার ব্যাটারদের মধ্যে রান পেয়েছিলেন শুধু তাওহিদ হৃদয় (৩২ বলে ৪৭) ও বাঁহাতি শামীম পাটোয়ারী (২৫ বলে ৩৩ রান)। তাদের ৭৩ রানের জুটিই বাংলাদেশকে পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে। এছাড়া ব্যাটারদের আর কারও ব্যাট কথা বলেনি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
প্রথম ম্যাচে দুই উইকেটের জয়ে সিরিজে এগিয়ে সাকিরের দল। ওই এক জয়ে টাইগারদের সামনে এখন আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। শেষ খেলায় জিতলেই সিরিজ হবে টাইগারদের। তবে হারলেও সিরিজ হাতছাড়া হওয়ার ভয় নেই। তাই অনেকটা নিরাপদ অবস্থানে থেকে ও মানসিক স্বস্তি নিয়েই এদিন মাঠে নামবে টাইগাররা।
দলে কোনো ইনজুরিও শঙ্কা নেই। তাই আপাতত একাদশে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। টিম ম্যানেজমেন্ট সূত্র নিশ্চিত করেছে, শুক্রবারের দলটিই খেলবে রোববার। প্রথম ম্যাচে টাইগার ব্যাটারদের মধ্যে রান পেয়েছিলেন শুধু তাওহিদ হৃদয় (৩২ বলে ৪৭) ও বাঁহাতি শামীম পাটোয়ারী (২৫ বলে ৩৩ রান)। তাদের ৭৩ রানের জুটিই বাংলাদেশকে পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে। এছাড়া ব্যাটারদের আর কারও ব্যাট কথা বলেনি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।