হাওরের কথা আসলেই প্রথমে যে নামটি আসে তা হলো টাঙ্গুয়ার হাওর। ‘হাওর কন্যা’ সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার বিশাল জায়গা জুড়ে এ হাওরের রাজত্ব। বছরের এ সময়টাতেও পর্যটকদের উপস্থিতে মুখর টাঙ্গুয়ার হাওর।
রূপে-গুণে অনন্য সুনামগঞ্জের তাহিরপুর টাঙ্গুয়ার হাওর। পর্যটকদের কাছে আকর্ষনীয়। দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্রে সমৃদ্ধ সম্ভাবনাময় জলাভূমি। মেঘালয়ের পাহাড়ের পাদদেশে ঝরনা থেকে নেমে আসা স্বচ্ছ পানি, অগণিত পাখির কলতান আর করচ-হিজল বনের অপরূপ সৌন্দর্যের সমাহার দেখা যাবে শুধু টাঙ্গুয়ার হাওরেই।
টাঙ্গুয়ার হাওরের রূপের বিবরণ লিখে শেষ করার মতো নয়। বর্ষা ও শীত—এই দুই মৌসুমে দুই রকমের সৌন্দর্যে অপরূপ হয়ে ওঠে এই হাওর। তবে পর্যটকদের মতে, এই হাওর তার আসল সৌন্দর্যে সাজে বর্ষাকালে।
টাঙ্গুয়ার হাওরের অন্যতম আকর্ষণ হলো নৌকায় থাকার দিনগুলো। এই অভিজ্ঞতাটিই টাঙ্গুয়ার হাওরের ট্যুরকে আলাদা করে অন্য সব ট্যুর থেকে। বৃষ্টির সময়ে নৌকায় বসে চায়ের চুমুকে দূর মেঘালয়ের পাহাড়গুলোর দৃশ্য যেন জাগিয়ে তুলে যে কারও ভেতরের কবিকে।
হাওরে ঘোরার সেরা সময় এখনই। পানিতে থই থই করছে চারদিক। চাইলে নৌকা থেকে নেমে লাইফ জ্যাকেট পরে সাবধানতার সঙ্গে ভেসে বেড়ানো যায় পানিতে, আর উপভোগ করা যায় আশপাশের সবুজের মহিমা। কিছু কিছু জায়গায় এই হাওরের পানি এতটাই স্বচ্ছ যে পানির নিচের জলজ উদ্ভিদ কিংবা মাছ দেখা যায় খালি চোখেই।
ঘুরিংফিরিং এবার হাওরে পাঁচটি প্রিমিয়াম হাউজবোট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। হাউজবোটগুলো একটি থেকে অন্যটি আলাদা কিন্তু আপনার মনের প্রশান্তি প্রদান করবে প্রতিটি হাউজবোটই।
চলুন এক নজরে দেখে নেই ঘুরিংফিরিং এর কোন হাউজবোটটি হতে পারে আপনার এবারের হাওর ভ্রমণের প্রিয় বাহন।।
১) হারমোনি অফ টাঙ্গুয়া (Harmony Of Tangua):
ঘুরিংফিরিং এর হাউজবোটের বহরে এই বোটকে ডাকা হয় ফ্যামিলি বোট। চারটি কেবিন,একটি লবিতে মোট ১১ জনের বেড টু বেড ক্যাপাসিটি৷ বন্ধুবান্ধব মিলে গেলে আরো বেশি থাকা সম্ভব। হাউজবোটে দুইটি ওয়াশরুম (একটি হাই,একটি লো) এবং একটি শাওয়ার রুম রয়েছে।
ছাদে ঘাস কার্পেট,রুফটপ ডায়নিং,গার্ডেন এবং চমৎকার গোছানো উপস্থাপনা হারমোনি অফ টাঙ্গুয়াকে আলাদা করেছে অনেক হাউজবোট থেকেই।যারা অন্য কারো সাথে স্পেস শেয়ার করতে চান না তাদের জন্য হারমোনি অফ টাঙ্গুয়া অবশ্যই বেস্ট অপশন। মাত্র ৫৫০০ টাকা থেকে শুরু এই হাউজবোটের প্যাকেজ। ৩ থেকে ৫ বছরের বাচ্চাদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
২)জলরঙ (JolRong- A poetic water villa)
টাঙ্গুয়ার হাওরে সবচেয়ে আলাদা এবং দৃষ্টিনন্দন বোটের নাম জলরঙ।পুরো নৌকা দেশবিখ্যাত শিল্পীর তুলিতে আঁকা এবং এই নৌকার শিল্প নির্দেশনা দিয়েছেন জাতীয় চলচিত্র পুরষ্কার পাওয়া শিল্প নির্দেশক।
জলরঙে ৬ টি কেবিন এবং একটি বিশাল লবি রয়েছে। ছাদে ঘাস কার্পেট,রুফটপ ডায়নিং,রিক্সা,গার্ডেন,বিচ চেয়ার রয়েছে। জলরঙ এ গেলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন।।জলরঙে মোট তিনটি ওয়াশরুম(হাই,লো মিলিয়ে)।
শৈল্পিক এই হাউজবোট এ পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসলে আপনার জন্য অপেক্ষা করছে ভবিষ্যতের জন্য দুর্দান্ত স্মৃতি। হাউজবোটটিতে ১৮-২৬ জন পর্যন্ত থাকতে পারবেন। মাত্র ৬০০০ টাকা থেকে শুরু জলরঙের প্যাকেজ।
৩) মনপুরা -Heaven On Water
হাওরের কাঠ বডির মধ্যে সবচেয়ে বড় হাউজবোটের নাম মনপুরা।নৌকার মোট কেবিনের সংখ্যা ৮ টি।এরমধ্যে এটাচড ওয়াশরুম সহ দুইটি রুম রয়েছে। মনপুরার দৃষ্টিনন্দন লবি আপনাকে মুগ্ধ করবেই,আর সামনের দোলনায় দোল খেতে খেতে হাওর উপভোগের সুযোগ দিচ্ছে জলরঙ।
জলরঙের বেশিরভাগ প্রডাক্ট সংগ্রহ করা হয়েছে আড়ং থেকে তার রুচিশীলতার প্রশ্নে মনপুরা হতে পারে মনের আরাম। ঘাস কার্পেট,রুফটপ ডায়নিং,গার্ডেন,বিচ চেয়ার রয়েছে ছাদে।নৌকায় মোট ওয়াশরুমের সংখ্যা ৪ টি।
বন্ধুবান্ধব,অফিস কলিগ বা পরিবার নিয়ে ভ্রমণ করতে মনপুরা হতে পারে আপনাদের প্রথম পছন্দ। মনপুরায় ১৮-২৪ জন পর্যন্ত থাকতে পারবেন। মাত্র ৫৫০০ টাকা থেকে শুরু মনপুরার প্যাকেজ।
৪) হিমাদ্রি - A Luxury houseboat
টাঙ্গুয়ার হাওরে যারা একটু বেশি রিলাক্স করতে চান তাদের জন্য বেস্ট অপশন হতে পারে হিমাদ্রি হাউজবোট।
৬ টি রুম এবং ৬ টি ওয়াশরুম রয়েছে এই বোটে। ৪ টা রুমের সাথে এটাচড এবং বাকি দুইটি রুমের বাইরে ডেডিকেটেড ওয়াশরুম। মোট ১৮-২০ জন হিমাদ্রি হাউজবোটে থাকতে পারবেন।
হিমাদ্রি খোলামেলা চমৎকার লবি এবং সামনের দোলনা আপনার মনের খোরাক মেটাতে সাহায্য করবে। ছাদে ঘাস কার্পেট,রুফটপ ডায়নিং,গার্ডেন এবং বিচ চেয়ার বিকাসিতার পাশাপাশি চোখ এবং মনের আরাম নিশ্চিত করেছে। মাত্র ৭০০০ টাকা থেকে শুরু এই নৌকার প্যাকেজ।
৫) Silver Wave- A Luxury water villa
সিলভার ওয়েভ হাউজবোট টি হাওরের সেরা বোটগুলোর মধ্যে একটা।৬টি রুম এবং বড় একটি লবি বিশিষ্ট এই হাউজবোট কর্পোরেট অফিসের জন্য বেস্ট চয়েজ।
৪ টি রুমে এটাচড ওয়াশরুম এবং বাকি দুই রুমের জন্য ডেডিকেটেড দুইটি ওয়াশরুম রয়েছে। সিলভার ওয়েভ হাউজবোটে ১৮-২০ জন আরামে থাকতে পারবেন।বন্ধুবান্ধব মিলে আসলে ২৫-২৬ জনও অনায়াসে থাকতে পারবে। মাত্র ৬৫০০ টাকা থেকে শুরু সিলভার ওয়েভের ফুল প্যাকেজ।
প্রতিটি বোট সুনামগঞ্জ টু সুনামগঞ্জ সার্ভিস দেবে।সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে থেকে কয়েকমিনিটের পথ পেরিয়ে দেখা পাবেন আমাদের হাউজবোট গুলো।
আপনাকে কষ্ট করে আর তাহিরপুর যেতে হবেনা বলে শুরুতে আপনার ট্যুর হবে আনন্দময়।
প্রতিটি নৌকায় দক্ষ বাবুর্চির হাতে দেশীয় খাবারের স্বাদ পাবেন। প্রতিবেলা হাওরে মাছ এবং দেশি মুরগি কিংবা হাঁস নিশ্চিত করা হবে।
প্রথম দিন ওয়াচ টাওয়ারে গোসলের সুযোগ করে দেয়া হবে এবং পরের দিন যাদুকাটা নদীতে গোসলের জন্য সময় দেয়া হবে। প্রতিটা নৌকায় লাইফ জ্যাকেট এবং লাইফ বয়া রয়েছে।
রূপে-গুণে অনন্য সুনামগঞ্জের তাহিরপুর টাঙ্গুয়ার হাওর। পর্যটকদের কাছে আকর্ষনীয়। দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্রে সমৃদ্ধ সম্ভাবনাময় জলাভূমি। মেঘালয়ের পাহাড়ের পাদদেশে ঝরনা থেকে নেমে আসা স্বচ্ছ পানি, অগণিত পাখির কলতান আর করচ-হিজল বনের অপরূপ সৌন্দর্যের সমাহার দেখা যাবে শুধু টাঙ্গুয়ার হাওরেই।
টাঙ্গুয়ার হাওরের রূপের বিবরণ লিখে শেষ করার মতো নয়। বর্ষা ও শীত—এই দুই মৌসুমে দুই রকমের সৌন্দর্যে অপরূপ হয়ে ওঠে এই হাওর। তবে পর্যটকদের মতে, এই হাওর তার আসল সৌন্দর্যে সাজে বর্ষাকালে।
টাঙ্গুয়ার হাওরের অন্যতম আকর্ষণ হলো নৌকায় থাকার দিনগুলো। এই অভিজ্ঞতাটিই টাঙ্গুয়ার হাওরের ট্যুরকে আলাদা করে অন্য সব ট্যুর থেকে। বৃষ্টির সময়ে নৌকায় বসে চায়ের চুমুকে দূর মেঘালয়ের পাহাড়গুলোর দৃশ্য যেন জাগিয়ে তুলে যে কারও ভেতরের কবিকে।
হাওরে ঘোরার সেরা সময় এখনই। পানিতে থই থই করছে চারদিক। চাইলে নৌকা থেকে নেমে লাইফ জ্যাকেট পরে সাবধানতার সঙ্গে ভেসে বেড়ানো যায় পানিতে, আর উপভোগ করা যায় আশপাশের সবুজের মহিমা। কিছু কিছু জায়গায় এই হাওরের পানি এতটাই স্বচ্ছ যে পানির নিচের জলজ উদ্ভিদ কিংবা মাছ দেখা যায় খালি চোখেই।
ঘুরিংফিরিং এবার হাওরে পাঁচটি প্রিমিয়াম হাউজবোট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। হাউজবোটগুলো একটি থেকে অন্যটি আলাদা কিন্তু আপনার মনের প্রশান্তি প্রদান করবে প্রতিটি হাউজবোটই।
চলুন এক নজরে দেখে নেই ঘুরিংফিরিং এর কোন হাউজবোটটি হতে পারে আপনার এবারের হাওর ভ্রমণের প্রিয় বাহন।।
১) হারমোনি অফ টাঙ্গুয়া (Harmony Of Tangua):
ঘুরিংফিরিং এর হাউজবোটের বহরে এই বোটকে ডাকা হয় ফ্যামিলি বোট। চারটি কেবিন,একটি লবিতে মোট ১১ জনের বেড টু বেড ক্যাপাসিটি৷ বন্ধুবান্ধব মিলে গেলে আরো বেশি থাকা সম্ভব। হাউজবোটে দুইটি ওয়াশরুম (একটি হাই,একটি লো) এবং একটি শাওয়ার রুম রয়েছে।
ছাদে ঘাস কার্পেট,রুফটপ ডায়নিং,গার্ডেন এবং চমৎকার গোছানো উপস্থাপনা হারমোনি অফ টাঙ্গুয়াকে আলাদা করেছে অনেক হাউজবোট থেকেই।যারা অন্য কারো সাথে স্পেস শেয়ার করতে চান না তাদের জন্য হারমোনি অফ টাঙ্গুয়া অবশ্যই বেস্ট অপশন। মাত্র ৫৫০০ টাকা থেকে শুরু এই হাউজবোটের প্যাকেজ। ৩ থেকে ৫ বছরের বাচ্চাদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
২)জলরঙ (JolRong- A poetic water villa)
টাঙ্গুয়ার হাওরে সবচেয়ে আলাদা এবং দৃষ্টিনন্দন বোটের নাম জলরঙ।পুরো নৌকা দেশবিখ্যাত শিল্পীর তুলিতে আঁকা এবং এই নৌকার শিল্প নির্দেশনা দিয়েছেন জাতীয় চলচিত্র পুরষ্কার পাওয়া শিল্প নির্দেশক।
জলরঙে ৬ টি কেবিন এবং একটি বিশাল লবি রয়েছে। ছাদে ঘাস কার্পেট,রুফটপ ডায়নিং,রিক্সা,গার্ডেন,বিচ চেয়ার রয়েছে। জলরঙ এ গেলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন।।জলরঙে মোট তিনটি ওয়াশরুম(হাই,লো মিলিয়ে)।
শৈল্পিক এই হাউজবোট এ পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসলে আপনার জন্য অপেক্ষা করছে ভবিষ্যতের জন্য দুর্দান্ত স্মৃতি। হাউজবোটটিতে ১৮-২৬ জন পর্যন্ত থাকতে পারবেন। মাত্র ৬০০০ টাকা থেকে শুরু জলরঙের প্যাকেজ।
৩) মনপুরা -Heaven On Water
হাওরের কাঠ বডির মধ্যে সবচেয়ে বড় হাউজবোটের নাম মনপুরা।নৌকার মোট কেবিনের সংখ্যা ৮ টি।এরমধ্যে এটাচড ওয়াশরুম সহ দুইটি রুম রয়েছে। মনপুরার দৃষ্টিনন্দন লবি আপনাকে মুগ্ধ করবেই,আর সামনের দোলনায় দোল খেতে খেতে হাওর উপভোগের সুযোগ দিচ্ছে জলরঙ।
জলরঙের বেশিরভাগ প্রডাক্ট সংগ্রহ করা হয়েছে আড়ং থেকে তার রুচিশীলতার প্রশ্নে মনপুরা হতে পারে মনের আরাম। ঘাস কার্পেট,রুফটপ ডায়নিং,গার্ডেন,বিচ চেয়ার রয়েছে ছাদে।নৌকায় মোট ওয়াশরুমের সংখ্যা ৪ টি।
বন্ধুবান্ধব,অফিস কলিগ বা পরিবার নিয়ে ভ্রমণ করতে মনপুরা হতে পারে আপনাদের প্রথম পছন্দ। মনপুরায় ১৮-২৪ জন পর্যন্ত থাকতে পারবেন। মাত্র ৫৫০০ টাকা থেকে শুরু মনপুরার প্যাকেজ।
৪) হিমাদ্রি - A Luxury houseboat
টাঙ্গুয়ার হাওরে যারা একটু বেশি রিলাক্স করতে চান তাদের জন্য বেস্ট অপশন হতে পারে হিমাদ্রি হাউজবোট।
৬ টি রুম এবং ৬ টি ওয়াশরুম রয়েছে এই বোটে। ৪ টা রুমের সাথে এটাচড এবং বাকি দুইটি রুমের বাইরে ডেডিকেটেড ওয়াশরুম। মোট ১৮-২০ জন হিমাদ্রি হাউজবোটে থাকতে পারবেন।
হিমাদ্রি খোলামেলা চমৎকার লবি এবং সামনের দোলনা আপনার মনের খোরাক মেটাতে সাহায্য করবে। ছাদে ঘাস কার্পেট,রুফটপ ডায়নিং,গার্ডেন এবং বিচ চেয়ার বিকাসিতার পাশাপাশি চোখ এবং মনের আরাম নিশ্চিত করেছে। মাত্র ৭০০০ টাকা থেকে শুরু এই নৌকার প্যাকেজ।
৫) Silver Wave- A Luxury water villa
সিলভার ওয়েভ হাউজবোট টি হাওরের সেরা বোটগুলোর মধ্যে একটা।৬টি রুম এবং বড় একটি লবি বিশিষ্ট এই হাউজবোট কর্পোরেট অফিসের জন্য বেস্ট চয়েজ।
৪ টি রুমে এটাচড ওয়াশরুম এবং বাকি দুই রুমের জন্য ডেডিকেটেড দুইটি ওয়াশরুম রয়েছে। সিলভার ওয়েভ হাউজবোটে ১৮-২০ জন আরামে থাকতে পারবেন।বন্ধুবান্ধব মিলে আসলে ২৫-২৬ জনও অনায়াসে থাকতে পারবে। মাত্র ৬৫০০ টাকা থেকে শুরু সিলভার ওয়েভের ফুল প্যাকেজ।
প্রতিটি বোট সুনামগঞ্জ টু সুনামগঞ্জ সার্ভিস দেবে।সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে থেকে কয়েকমিনিটের পথ পেরিয়ে দেখা পাবেন আমাদের হাউজবোট গুলো।
আপনাকে কষ্ট করে আর তাহিরপুর যেতে হবেনা বলে শুরুতে আপনার ট্যুর হবে আনন্দময়।
প্রতিটি নৌকায় দক্ষ বাবুর্চির হাতে দেশীয় খাবারের স্বাদ পাবেন। প্রতিবেলা হাওরে মাছ এবং দেশি মুরগি কিংবা হাঁস নিশ্চিত করা হবে।
প্রথম দিন ওয়াচ টাওয়ারে গোসলের সুযোগ করে দেয়া হবে এবং পরের দিন যাদুকাটা নদীতে গোসলের জন্য সময় দেয়া হবে। প্রতিটা নৌকায় লাইফ জ্যাকেট এবং লাইফ বয়া রয়েছে।