আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: ডোবার পানিতে ডুবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা আলোকদিয়ার গ্রামের আপন দুই ভাইয়ের সন্তান। একজন আবু শামীমের ছেলে আবু সিয়াম (৭) ও আরেকজন আবুল হাসেমের ছেলে আবু হুরায়রা (৮)।
এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানা যায়, সিয়াম ও হুরাইরা তারা একসাথে বাড়ির উঠানে খেলছিল। তাদের রেখে সিয়ামের মা নাসিমা খাতুন গরু নিয়ে মাঠে যান। তার পিছু পিছু সিয়াম এবং হুরায়রাও যায়। এরপর গরু খুঁটিতে বেঁধে বাড়ি ফেরার সময় হঠাৎ গরুটি ছুটে যায়। পরে শিশু দুটিকে বাড়ির রাস্তায় পাঠিয়ে দিয়ে তিনি গরু খুঁজতে চলে যান।
স্থানীয়রা আরো জানান, শিশু দুটি বাড়ি ফেরার সময় ডোবায় খেলতে নেমে পানিতে ডুবে যায়। সিয়ামের মা বাড়ি ফিরে শিশু দুটিকে দেখতে না পেয়ে তাদের খুঁজতে থাকেন। সন্ধ্যায় শিশু দুটির মরদেহ ডোবার পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পরিবারকে খবর দেয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।
এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানা যায়, সিয়াম ও হুরাইরা তারা একসাথে বাড়ির উঠানে খেলছিল। তাদের রেখে সিয়ামের মা নাসিমা খাতুন গরু নিয়ে মাঠে যান। তার পিছু পিছু সিয়াম এবং হুরায়রাও যায়। এরপর গরু খুঁটিতে বেঁধে বাড়ি ফেরার সময় হঠাৎ গরুটি ছুটে যায়। পরে শিশু দুটিকে বাড়ির রাস্তায় পাঠিয়ে দিয়ে তিনি গরু খুঁজতে চলে যান।
স্থানীয়রা আরো জানান, শিশু দুটি বাড়ি ফেরার সময় ডোবায় খেলতে নেমে পানিতে ডুবে যায়। সিয়ামের মা বাড়ি ফিরে শিশু দুটিকে দেখতে না পেয়ে তাদের খুঁজতে থাকেন। সন্ধ্যায় শিশু দুটির মরদেহ ডোবার পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পরিবারকে খবর দেয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।