উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে: উল্লাপাড়া উপজেলার বাড়ইয়া এলাকার বিলসূর্য নদীর উপর নির্মানাধীন সড়ক সেতুর মূল অবকাঠামোর কাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে দু'পাশের সংযোগ সড়কের কাজ। স্থানীয় লোকজন নির্মানাধীন সেতুর দু'পাশে বাঁশের মই লাগিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন। ৭ কোটি টাকা ব্যয়ে ৯৪ ফিটের এই সেতুটি নির্মাণ করছেন স্থানীয় সরকার অধিদপ্তরের উল্লাপাড়া অফিস। সরকারি নিয়ম অনুযায়ী সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জরিপের পর প্রয়োজনীয় জমির মূল্য নির্ধারণ করে অনুমোদন দেওয়া হলে সংযোগ সড়ক নির্মাণ করা হয়ে থাকে।
উল্লাপাড়া এলজিইডি অফিস থেকে যথাসময়ে উক্ত সেতুর দু'পাশে সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন জানান, স্বাধীনতার পর থেকে তারা বাড়ইয়া এলাকার বিলসূর্য নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের প্রচেষ্টায় এলজিইডি অধিদপ্তর এই সেতু নির্মাণের উদ্যোগ নেয়। সেতুটির মূল অবকাঠামো শেষ হলেও দু'পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এই পথে চলাচলকারী মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় দু'পাশে বাঁশের মই ফেলে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। ভুক্তভোগীরা দ্রুত এই সংযোগ সড়ক নির্মাণের জন্য দাবি জানান।
এই পথে চলাচলকারী মোমেনা আলী বিজ্ঞান স্কুলের শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন জানান, সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের মই বেয়ে পার হতে হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, বাড়ইয়া সড়ক সেতুর ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। এখন সংযোগ সড়কের জন্য যথাসময়ে সিরাজগঞ্জ জেলা পশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় ভূমি অধিগ্রহণের লক্ষ্যে আবেদন জানানো হয়েছে। সেখান থেকে ভূমি জরিপের কাজ শেষে সেতু তৈরির নিয়ম অনুযায়ী ৭ ধারা পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে। বাকি রয়েছে ৮ ধারার কাজ। এটি সম্পন্ন হলে খুব দ্রুত বাকি কাজ শুরু হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এস এম রবিন শীষের সঙ্গে কথা বললে তিনি জানান, উক্ত সেতুর দু'পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য জরিপ শেষে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস ও গণপূর্ত বিভাগ থেকে অধিগ্রহণ-কৃত ভূমির মূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।
উল্লাপাড়া এলজিইডি অফিস থেকে যথাসময়ে উক্ত সেতুর দু'পাশে সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন জানান, স্বাধীনতার পর থেকে তারা বাড়ইয়া এলাকার বিলসূর্য নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের প্রচেষ্টায় এলজিইডি অধিদপ্তর এই সেতু নির্মাণের উদ্যোগ নেয়। সেতুটির মূল অবকাঠামো শেষ হলেও দু'পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এই পথে চলাচলকারী মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় দু'পাশে বাঁশের মই ফেলে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। ভুক্তভোগীরা দ্রুত এই সংযোগ সড়ক নির্মাণের জন্য দাবি জানান।
এই পথে চলাচলকারী মোমেনা আলী বিজ্ঞান স্কুলের শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন জানান, সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের মই বেয়ে পার হতে হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, বাড়ইয়া সড়ক সেতুর ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। এখন সংযোগ সড়কের জন্য যথাসময়ে সিরাজগঞ্জ জেলা পশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় ভূমি অধিগ্রহণের লক্ষ্যে আবেদন জানানো হয়েছে। সেখান থেকে ভূমি জরিপের কাজ শেষে সেতু তৈরির নিয়ম অনুযায়ী ৭ ধারা পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে। বাকি রয়েছে ৮ ধারার কাজ। এটি সম্পন্ন হলে খুব দ্রুত বাকি কাজ শুরু হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এস এম রবিন শীষের সঙ্গে কথা বললে তিনি জানান, উক্ত সেতুর দু'পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য জরিপ শেষে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস ও গণপূর্ত বিভাগ থেকে অধিগ্রহণ-কৃত ভূমির মূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।