এবার আফগানিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। আর তাতেই প্রথমবারের মতো ওয়ানডে হাশমতউল্লাহ শহীদির দলের বিপক্ষে সিরিজ হেরেছে টাইগাররা। দুই ম্যাচের একটিতেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম্যান্স করতে পারেনি লিটন কুমার দাশরা। আফগান স্পিনারদের বিপক্ষে ধুঁকেছে সাকিব আল হাসান-তাওহীদ হৃদয়রা।
রশিদ খানদের স্পিন অ্যাটাকের প্রশংসা করেছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। দুই ম্যাচে আফগান স্পিনারদের ভালোভাবে সামলাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ম্যাচের শুরুতে প্রতিপক্ষ দলের পেসারদেরও উইকেট বিলিয়ে দিয়ে এসেছে তারা। আজ সোমবার গণমাধ্যমকে পোথাস বলেন, “সত্যি বলতে আফগানিস্তানের স্পিন অ্যাটাক দুনিয়ার সেরা।”
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের তিন স্পিনারের পারফর্ম্যান্সও বলছে সেই কথা। প্রথম ওয়ানডেতে ফজল হক ফারুকি ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হলেও; মুজিবুর রহমান ও রশিদ খান নিয়েছিলেন দুটি করে উইকেট। এছাড়াও মোহাম্মাদ নবী নিয়েছিলেন একটি উইকেট। সবচেয়ে বড় কথা মুজিব ও রশিদকে সামলাতেই পারেনি টাইগার ব্যাটাররা।
দুজনে প্রথম ওয়ানডেতে তিনের নিচে ইকোনমিতে বোলিং করেছেন। দ্বিতীয় ওয়ানডেতেও ফজল হক ফারুকি ৩টি উইকেট নিলেও; ম্যাচের বাকি ৬টি উইকেট নিয়েছিলেন আফগান তিন স্পিনার। তাই দুই ওয়ানডে শেষে আফগান স্পিনারদের পারফর্ম্যান্সের বিচারে তাদের স্পিন আক্রমণকে সেরা না বলে কোনো উপায় নেই।
রশিদ খানদের স্পিন অ্যাটাকের প্রশংসা করেছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। দুই ম্যাচে আফগান স্পিনারদের ভালোভাবে সামলাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ম্যাচের শুরুতে প্রতিপক্ষ দলের পেসারদেরও উইকেট বিলিয়ে দিয়ে এসেছে তারা। আজ সোমবার গণমাধ্যমকে পোথাস বলেন, “সত্যি বলতে আফগানিস্তানের স্পিন অ্যাটাক দুনিয়ার সেরা।”
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের তিন স্পিনারের পারফর্ম্যান্সও বলছে সেই কথা। প্রথম ওয়ানডেতে ফজল হক ফারুকি ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হলেও; মুজিবুর রহমান ও রশিদ খান নিয়েছিলেন দুটি করে উইকেট। এছাড়াও মোহাম্মাদ নবী নিয়েছিলেন একটি উইকেট। সবচেয়ে বড় কথা মুজিব ও রশিদকে সামলাতেই পারেনি টাইগার ব্যাটাররা।
দুজনে প্রথম ওয়ানডেতে তিনের নিচে ইকোনমিতে বোলিং করেছেন। দ্বিতীয় ওয়ানডেতেও ফজল হক ফারুকি ৩টি উইকেট নিলেও; ম্যাচের বাকি ৬টি উইকেট নিয়েছিলেন আফগান তিন স্পিনার। তাই দুই ওয়ানডে শেষে আফগান স্পিনারদের পারফর্ম্যান্সের বিচারে তাদের স্পিন আক্রমণকে সেরা না বলে কোনো উপায় নেই।