কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী-সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ জুলাই) গভীর রাতে চৌদ্দগ্রাম পৗরসভার পাঁচরা বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নিপা আক্তার (২৭) ও তার আট বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ, আনোয়ার হোসেনের সঙ্গে তার ভাই মীর হোসেনের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। পূর্ব বিরোধের জেরে মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ৯টায় নিপা আক্তার ছেলে আলী আহসান মুজাহিদকে নিয়ে পার্শ্ববর্তী মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যায়। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরের ভেতর প্রবেশ করে নির্মাণাধীন টয়েলেটে লুকিয়ে ছিল। রাত ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে মধ্য রাতে তাদের পিটিয়ে গুরুতর জখম করে।
এসময় চিৎকার শুনে লোকজন এসে মুজাহিদ ও তার মা নিপা আক্তারকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মুজাহিদকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।
ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মা-ছেলেকে পিটিয়ে হত্যার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযুক্ত শুভকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) গভীর রাতে চৌদ্দগ্রাম পৗরসভার পাঁচরা বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নিপা আক্তার (২৭) ও তার আট বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ, আনোয়ার হোসেনের সঙ্গে তার ভাই মীর হোসেনের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। পূর্ব বিরোধের জেরে মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ৯টায় নিপা আক্তার ছেলে আলী আহসান মুজাহিদকে নিয়ে পার্শ্ববর্তী মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যায়। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরের ভেতর প্রবেশ করে নির্মাণাধীন টয়েলেটে লুকিয়ে ছিল। রাত ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে মধ্য রাতে তাদের পিটিয়ে গুরুতর জখম করে।
এসময় চিৎকার শুনে লোকজন এসে মুজাহিদ ও তার মা নিপা আক্তারকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মুজাহিদকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।
ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মা-ছেলেকে পিটিয়ে হত্যার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযুক্ত শুভকে আটক করা হয়েছে।