আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কতৃক প্রথমবারের মতো নবীন বরণ, কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলা হলরুমে ঘোড়াঘাট উপজেলাকে প্রতিনিধিত্ব করা দেশের বিভিন্ন স্থানে কর্মরত এই সংগঠনের কৃতি সন্তানদের অংশগ্রহণে আয়োজনটি একটি মিলন মেলায় পরিণত হয়।
এতে সংগঠনটির সভাপতি রেজভী হাসানের সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক জুহীন কাওসারের সঞ্চালনায় অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন, ঘোড়াঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বীময় সরকার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহিনুর রহমান, নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান, নাট্য পরিচালক ও তরুণ উদ্যোক্তা কাজী আবু সাদ চৌধুরী, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব এস এম আরিফুল ইসলাম জিমন, ঢাকা-রাজশাহী-জাহাঙ্গীরনগর-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ প্রায় ১২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ঢাকা-রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
এতে সংগঠনটির সভাপতি রেজভী হাসানের সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক জুহীন কাওসারের সঞ্চালনায় অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন, ঘোড়াঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বীময় সরকার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহিনুর রহমান, নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান, নাট্য পরিচালক ও তরুণ উদ্যোক্তা কাজী আবু সাদ চৌধুরী, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব এস এম আরিফুল ইসলাম জিমন, ঢাকা-রাজশাহী-জাহাঙ্গীরনগর-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ প্রায় ১২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ঢাকা-রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।