কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মাহফুজুর রহমান। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
সোমবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী দুই বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ইংরেজি বিভাগের সিনিয়র অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. হারুন-উর-রশিদ-আসকারী ওই দায়িত্বে ছিলেন। তার মেয়াদ শেষ হওয়ায় অধ্যাপক মাহফুজুর রহমান ওই পদে স্থলাভিষিক্ত হলেন।
ডিন হিসেবে দায়িত্ব পাওয়ার পর রোববার (৩০ এপ্রিল) যোগদান করেছেন অধ্যাপক মাহফুজুর রহমান।
তিনি বলেন, ‘গতমাসে এ-সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছিলাম। গতকাল যোগদান করেছি। দায়িত্ব পালনে সবার সহযোগিতা একান্ত কাম্য।’
সোমবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী দুই বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ইংরেজি বিভাগের সিনিয়র অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. হারুন-উর-রশিদ-আসকারী ওই দায়িত্বে ছিলেন। তার মেয়াদ শেষ হওয়ায় অধ্যাপক মাহফুজুর রহমান ওই পদে স্থলাভিষিক্ত হলেন।
ডিন হিসেবে দায়িত্ব পাওয়ার পর রোববার (৩০ এপ্রিল) যোগদান করেছেন অধ্যাপক মাহফুজুর রহমান।
তিনি বলেন, ‘গতমাসে এ-সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছিলাম। গতকাল যোগদান করেছি। দায়িত্ব পালনে সবার সহযোগিতা একান্ত কাম্য।’