এবার সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করছেন ৯২টি দেশের প্রায় পাঁচ হাজার মুসলিম। তাঁদের মধ্যে রয়েছেন নওমুসলিম ইবরাহিম রিচমন্ড (Ebrahim Richmond)। তিনি দক্ষিণ আফ্রিকার একটি গির্জার যাজক হিসেবে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। গত তিন মাস আগে তিনি নিজ অনুসারীদের নিয়ে ইসলাম গ্রহণ করেন।
এখন সঙ্গীদের নিয়ে পবিত্র হজ পালন করছেন। সৌদি আরবের সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠান কনভার্জড জেনারেশন কমিউনিকেশন্স (সিজিসি) টুইটার পেজে এ নওমুসলিমকে নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়। এখন পর্যন্ত ভিডিওটি ২.৮ মিলিয়ন ভিউ হয়। তাতে ইবরাহিম বলেন, “আমি দক্ষিণ আফ্রিকার একটি গির্জায় ১৫ বছর ধরে কাজ করেছি।
সেখানে গির্জার আওতায় আমার লক্ষাধিক অনুসারী ছিল। একদিন আমি গির্জার ছোট্ট একটি রুমে ঘুমাচ্ছিলাম। তখন স্বপ্নে দেখলাম, কেউ আমাকে বলছে, ‘তোমার লোকদের সাদা কাপড় পরতে বলবে।’ আমি ভেবে দেখি, এটা তো মুসলিমদের পোশাক।
তাই সাধারণ স্বপ্ন মনে করে এটাকে আমি এড়িয়ে যাই। কিন্তু একবার, দুইবার করে কয়েকবার একই স্বপ্ন দেখতে থাকি। শেষবার আমাকে কঠোরভাবে অনুসারীদের কথাটি বলতে বলা হয়। অতঃপর আমি সবাইকে একত্র করে স্বপ্নে দেখা ঘটনা বর্ণনা করি এবং সবাইকে ইসলামের পথে আহবান জানাই। তখন কয়েক হাজার লোক একসঙ্গে কালেমা শাহাদাত পাঠ করে। তারা কয়েকবার কালেমা পড়ে। আমি তাদের এমন পরিবর্তনে খুবই অবাক হয়ে পড়ি।”
ইবরাহিম আরো বলেন, ‘এরপর আমার মুসলিমদের সঙ্গে দেখা হয়। আমি তাদের স্বপ্নের কথা জানালে তারা বলল, আমি হজ পালন করতে মক্কায় যাব। আমি বিস্মিত হয়ে বললাম, তা কিভাবে সম্ভব? তখন আমার কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হয়। অতঃপর আমি সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজ করতে আসি।
মক্কায় এসে আমি অভিভূত হয়ে পড়ি। সাদা কাপড় পরা হাজিদের দেখে আমার স্বপ্নের কথা মনে পড়ে। আজ তা সত্যে পরিণত হয়েছে। এমন সম্মানিত স্থানে আসতে আমি সত্যিই সৌভাগ্যবান। জাবালে নূরের পথ ধরে যেভাবে মুহাম্মদ (সা.) হেঁটে গেছেন, আমি তাঁর পদচিহ্ন অনুসরণ করে যাব এবং দক্ষিণ আফ্রিকার অসংখ্য মানুষকে ইসলামের পথে নিয়ে আসব। ইনশাআল্লাহ।’ সূত্র : সিজিসি সৌদি ও আলজাজিরা নেট
এখন সঙ্গীদের নিয়ে পবিত্র হজ পালন করছেন। সৌদি আরবের সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠান কনভার্জড জেনারেশন কমিউনিকেশন্স (সিজিসি) টুইটার পেজে এ নওমুসলিমকে নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়। এখন পর্যন্ত ভিডিওটি ২.৮ মিলিয়ন ভিউ হয়। তাতে ইবরাহিম বলেন, “আমি দক্ষিণ আফ্রিকার একটি গির্জায় ১৫ বছর ধরে কাজ করেছি।
সেখানে গির্জার আওতায় আমার লক্ষাধিক অনুসারী ছিল। একদিন আমি গির্জার ছোট্ট একটি রুমে ঘুমাচ্ছিলাম। তখন স্বপ্নে দেখলাম, কেউ আমাকে বলছে, ‘তোমার লোকদের সাদা কাপড় পরতে বলবে।’ আমি ভেবে দেখি, এটা তো মুসলিমদের পোশাক।
তাই সাধারণ স্বপ্ন মনে করে এটাকে আমি এড়িয়ে যাই। কিন্তু একবার, দুইবার করে কয়েকবার একই স্বপ্ন দেখতে থাকি। শেষবার আমাকে কঠোরভাবে অনুসারীদের কথাটি বলতে বলা হয়। অতঃপর আমি সবাইকে একত্র করে স্বপ্নে দেখা ঘটনা বর্ণনা করি এবং সবাইকে ইসলামের পথে আহবান জানাই। তখন কয়েক হাজার লোক একসঙ্গে কালেমা শাহাদাত পাঠ করে। তারা কয়েকবার কালেমা পড়ে। আমি তাদের এমন পরিবর্তনে খুবই অবাক হয়ে পড়ি।”
ইবরাহিম আরো বলেন, ‘এরপর আমার মুসলিমদের সঙ্গে দেখা হয়। আমি তাদের স্বপ্নের কথা জানালে তারা বলল, আমি হজ পালন করতে মক্কায় যাব। আমি বিস্মিত হয়ে বললাম, তা কিভাবে সম্ভব? তখন আমার কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হয়। অতঃপর আমি সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজ করতে আসি।
মক্কায় এসে আমি অভিভূত হয়ে পড়ি। সাদা কাপড় পরা হাজিদের দেখে আমার স্বপ্নের কথা মনে পড়ে। আজ তা সত্যে পরিণত হয়েছে। এমন সম্মানিত স্থানে আসতে আমি সত্যিই সৌভাগ্যবান। জাবালে নূরের পথ ধরে যেভাবে মুহাম্মদ (সা.) হেঁটে গেছেন, আমি তাঁর পদচিহ্ন অনুসরণ করে যাব এবং দক্ষিণ আফ্রিকার অসংখ্য মানুষকে ইসলামের পথে নিয়ে আসব। ইনশাআল্লাহ।’ সূত্র : সিজিসি সৌদি ও আলজাজিরা নেট