এবার বৈধ অনুমোদন ছাড়া হজে অংশ নেয়ায় এক লাখ ৫৯ হাজার ১৮৮ জন হজযাত্রীকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব। এর বাইরে অবৈধভাবে অনুপ্রবেশ এবং হজের সুবিধা নেয়ার দায়ে আরও ৫ হাজার ৮৬৮ জন বিদেশি নাগরিককে মক্কা থেকে গ্রেপ্তার করা হয়েছে। খবর গালফ নিউজের।
এদিকে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টোরেট অব পাবলিক সিকিউরিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহম্মদ আল বাসামি এ তথ্য জানিয়েছেন।
গতকাল শুক্রবার সৌদি দৈনিক ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, হজযাত্রীদের পরিবহনের জন্য বৈধ অনুমোদনপত্র নেই, কিন্তু তা সত্ত্বেও তারা যাত্রীদের পরিবহন করেছেন -এমন একলাখ ৯ হাজার ১১৮টি যানবাহন জব্দ করেছে নিরাপত্তা কমিটি।
শিগগিরই এই পরিবহনগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সৌদির আইনে বৈধ অনুমোদন ছাড়া হজযাত্রীদের পরিবহন করলে প্রথমবারে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার রিয়াল জরিমানার বিধান রয়েছে।
এদিকে সরকারি হিসেব অনুযায়ী, চলতি বছরে হজ করতে মক্কা গিয়েছেন ২০ লাখেরও বেশি হজযাত্রী। মহামারির ধাক্কা কেটে যাওয়ার পর ২০২২ সাল থেকে বিদেশি হজযাত্রীদের জন্য সীমান্ত বিধিনিষেধ পুরোপুরি শিথিল করেছে সৌদি সরকার।
এদিকে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টোরেট অব পাবলিক সিকিউরিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহম্মদ আল বাসামি এ তথ্য জানিয়েছেন।
গতকাল শুক্রবার সৌদি দৈনিক ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, হজযাত্রীদের পরিবহনের জন্য বৈধ অনুমোদনপত্র নেই, কিন্তু তা সত্ত্বেও তারা যাত্রীদের পরিবহন করেছেন -এমন একলাখ ৯ হাজার ১১৮টি যানবাহন জব্দ করেছে নিরাপত্তা কমিটি।
শিগগিরই এই পরিবহনগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সৌদির আইনে বৈধ অনুমোদন ছাড়া হজযাত্রীদের পরিবহন করলে প্রথমবারে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার রিয়াল জরিমানার বিধান রয়েছে।
এদিকে সরকারি হিসেব অনুযায়ী, চলতি বছরে হজ করতে মক্কা গিয়েছেন ২০ লাখেরও বেশি হজযাত্রী। মহামারির ধাক্কা কেটে যাওয়ার পর ২০২২ সাল থেকে বিদেশি হজযাত্রীদের জন্য সীমান্ত বিধিনিষেধ পুরোপুরি শিথিল করেছে সৌদি সরকার।