গতকাল রাজশাহীতে ঈদের দিন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন একজন নারী। অগ্নিকাণ্ডের এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে তার দুই ছেলে। গতকাল ২৯ জুন বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহী জেলার বাগমারা থানার হাসনিপুর বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘরে আগুন লাগলে, সেখান থেকে বের হতে না পেরে অগ্নিদগ্ধ হন তারা তিনজন। ঈদের দিন সকালে মা ফরিদা ইয়াসমিন তার দুই ছেলেকে নিয়ে রাজশাহী থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে যান।
ওইদিনই গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের ঘরে আগুন লাগে। দুই ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে ফরিদা ইয়াসমিনের বড় ছেলে রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ এমবিবিএস পাস করার পর ওই হাসপাতালে ইন্টার্ন করছেন, তার ছোট ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
ঘরে আগুন লাগলে, সেখান থেকে বের হতে না পেরে অগ্নিদগ্ধ হন তারা তিনজন। ঈদের দিন সকালে মা ফরিদা ইয়াসমিন তার দুই ছেলেকে নিয়ে রাজশাহী থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে যান।
ওইদিনই গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের ঘরে আগুন লাগে। দুই ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে ফরিদা ইয়াসমিনের বড় ছেলে রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ এমবিবিএস পাস করার পর ওই হাসপাতালে ইন্টার্ন করছেন, তার ছোট ছেলে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।