এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজে মাঠে নামার আগে দারুণ সুখবর পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে দুর্দান্ত সিরিজ কাটানোর পর এবার ফিরতি সিরিজে মাঠে নামার অপেক্ষায় টাইগাররা।
আজ বুধবার ৩ মে আইসিসি কর্তৃক সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে সুখবর পান সাকিব। নতুন ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে সাকিবের। দশম স্থান থেকে একধাপ এগিয়ে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের তারকা এই ক্রিকেটার এখন অবস্থান করছেন নবম স্থানে।
সাকিবের উন্নতির দিনে বোলিং র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদির। দুই ধাপ পিছিয়ে শাহীন রয়েছেন দশম স্থানে। বোলিং র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে রয়েছেন অজি পেসার জস হ্যাজলউড। এদিকে, অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষেই রয়েছেন সাকিব আল হাসান।
এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ওয়ানডেতে শতক হাঁকিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের ফখর জামান। ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
আজ বুধবার ৩ মে আইসিসি কর্তৃক সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে সুখবর পান সাকিব। নতুন ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে সাকিবের। দশম স্থান থেকে একধাপ এগিয়ে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের তারকা এই ক্রিকেটার এখন অবস্থান করছেন নবম স্থানে।
সাকিবের উন্নতির দিনে বোলিং র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদির। দুই ধাপ পিছিয়ে শাহীন রয়েছেন দশম স্থানে। বোলিং র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে রয়েছেন অজি পেসার জস হ্যাজলউড। এদিকে, অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষেই রয়েছেন সাকিব আল হাসান।
এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ওয়ানডেতে শতক হাঁকিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের ফখর জামান। ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।