
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক গাজীপুরের কালীগঞ্জে বাজার এবং হোটেল-রেস্তোরাঁ মনিটর কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. আজিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া যৌথভাবে দুটি ভ্রাম্যমান আদালত মাঠে নামে এবং জরিমানা করা হয়।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ ও অতিরিক্ত দামে পণ্য বিক্রয়ের বিষয়গুলো খতিয়ে দেখেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এছাড়াও লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এর ১৯ ধারায় ৫টি মামলায় কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকার ৫টি হোটেল ব্যবসায়িকে প্রত্যেককে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অসাধু কিছু ব্যবসায়ী পণ্যের দাম বৃদ্ধি করে থাকে। এছাড়াও অতিরিক্ত পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সীমিত করে।
ইউএনও আরো বলেন, বিক্রেতারা যেন অধিক মুনাফা লাভের আশায় পণ্যের দাম না বাড়াতে পারে সে জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের এ ধারা অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।