সৌদি আরবের মক্কা নগরীর ঐতিহাসিক আরাফাত ময়দানে আজ মঙ্গলবার ২৭ জুন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’— এই ধ্বনিতে এখন মুখর পবিত্র আরাফাতের ময়দান। বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ মুসল্লি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মক্কায় হাজির হয়েছেন।
আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে হজের খুৎবা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে পালিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতে এ দিনের আনুষ্ঠানিকতাকে মূল হজ বলা হয়।
গত রোববার এ বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। অধিকাংশ হজযাত্রীই সোমবার রাতও পবিত্র মিনায় অতিবাহিত করেন। তবে, অনেকেই সোমবার রাত থেকেই আরাফাতে অবস্থান নিতে শুরু করেন।
বেশিরভাগ মুসল্লিই মঙ্গলবার মিনায় ফজরের নামাজ আদায় শেষে আরাফাতের উদ্দেশে রওনা দেবেন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটির সব নিয়মকানুন নির্বিঘ্নে পালনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাসে এবারই (২০২৩ সালে) সবচেয়ে বেশি হাজির পদচারণায় মুখরিত হচ্ছে কাবা প্রাঙ্গণ।
আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে হজের খুৎবা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে পালিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতে এ দিনের আনুষ্ঠানিকতাকে মূল হজ বলা হয়।
গত রোববার এ বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। অধিকাংশ হজযাত্রীই সোমবার রাতও পবিত্র মিনায় অতিবাহিত করেন। তবে, অনেকেই সোমবার রাত থেকেই আরাফাতে অবস্থান নিতে শুরু করেন।
বেশিরভাগ মুসল্লিই মঙ্গলবার মিনায় ফজরের নামাজ আদায় শেষে আরাফাতের উদ্দেশে রওনা দেবেন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটির সব নিয়মকানুন নির্বিঘ্নে পালনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাসে এবারই (২০২৩ সালে) সবচেয়ে বেশি হাজির পদচারণায় মুখরিত হচ্ছে কাবা প্রাঙ্গণ।