আগে কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন সাকিব আল হাসান রাফি। সংগঠনটি নিষিদ্ধ হলেও এখনও কমিটি বহাল। সম্প্রতি কলেজটিতে কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। সেই কমিটিতেও আছে সাকিব আল হাসান রাফির নাম। পদও আছে আগের মতোই ‘প্রচার সম্পাদক’।
এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর মহিপুর থানার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের নেতারা। গত ৬ মে কলেজ শাখা ছাত্রদলের ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সাকিব আল হাসান রাফি ছাড়াও আরো দুই-একজনের বিরুদ্ধে বিগত সময়ে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে গতকাল বুধবার কুয়াকাটা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন কলেজ ছাত্রদলের নতুন কমিটির একাংশ।
সংবাদ সম্মেলনে সিনিয়র সহসভাপতি রাইসুল ইসলাম রুপু বলেন, ‘এই কমিটিতে যারা বছরের পর বছর ছাত্রদলের রাজনীতি করেছে, তাদের মূল্যায়ন হয়নি। একটি পক্ষ চক্রান্ত করে বিতর্কিত লোকজনকে বসিয়েছে। আমরা এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নতুন সভাপতি রবিউল ইসলামও। তিনি বলেন, ‘ফেসবুকে যে ছবিগুলো ছড়ানো হয়েছে, সেগুলো আমাকে দিয়ে জোর করে তোলা হয়েছিল। আমি অনেক আগে থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। এসব ছবি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।’
এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর মহিপুর থানার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের নেতারা। গত ৬ মে কলেজ শাখা ছাত্রদলের ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সাকিব আল হাসান রাফি ছাড়াও আরো দুই-একজনের বিরুদ্ধে বিগত সময়ে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে গতকাল বুধবার কুয়াকাটা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন কলেজ ছাত্রদলের নতুন কমিটির একাংশ।
সংবাদ সম্মেলনে সিনিয়র সহসভাপতি রাইসুল ইসলাম রুপু বলেন, ‘এই কমিটিতে যারা বছরের পর বছর ছাত্রদলের রাজনীতি করেছে, তাদের মূল্যায়ন হয়নি। একটি পক্ষ চক্রান্ত করে বিতর্কিত লোকজনকে বসিয়েছে। আমরা এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নতুন সভাপতি রবিউল ইসলামও। তিনি বলেন, ‘ফেসবুকে যে ছবিগুলো ছড়ানো হয়েছে, সেগুলো আমাকে দিয়ে জোর করে তোলা হয়েছিল। আমি অনেক আগে থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। এসব ছবি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।’