সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালিন প্রশ্নের উত্তর বলে দেওয়ায় ১০ শিক্ষক আটক

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ১০:১৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ১০:১৯:৪১ অপরাহ্ন
আল ইমরান মনু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ


সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে উপজেলার একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০জন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।


বুধবার দুপুরে উপজেলার খাষকাউলিয়া  সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আইসিটি পরিক্ষা চলাকালে তাদের আটক করা হয়। 


গ্রেপ্তারকৃত শিক্ষকরা হলেন, আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫),মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।


চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন রাত ৯টার দিকে বলেন, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন। বিষয়টি জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ওই কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় দাযিত্বে থাকা ১০জন শিক্ষককে আটকের নির্দেশ দেন। এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়েছে রাতে মামলা দাযের করেছেন। গ্রেপ্তারকৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। সকালে (বৃহস্পবার) তাদের আদালতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : মোঃ জুয়েল রানা


অফিস :

৫ম তলা, ১০০/এ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা-১২০৭

ইমেইল : [email protected]

ফোন :  +8802222243049

মোবাইলঃ 01324-414545