সিরাজগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মালিক-শ্রমিকদের মানববন্ধন

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ১০:০২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ১০:০২:১৮ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সিএনজি স্ট্যান্ড অবৈধভাবে দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে মালিক ও শ্রমিকরা। বুধবার দুপুরে চৌহালী টু নাগরপুর রুটের বিপুল সংখ্যক সিএনজি চালক উপজেলার বৈন্যা মোড়ে এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনের সভাপতিত্ব করেন সিএনজি চালক শওকত সিকদার।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, চৌহালীর একমাত্র সিএনজি স্ট্যান্ডটি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক খোকন এবং কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রভাব খাটিয়ে একটি ভুয়া কমিটির মাধ্যমে অবৈধভাবে দখলে নিয়েছেন। তারা তাদের অনুসারীদের দিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছেন বলেও অভিযোগ করেন তারা।

এসময় শফিকুল ইসলাম, রেজাউল করিম, আলমগীর হোসেন ও শওকত সিকদার বলেন, "কয়েক দিন ধরে কিছু বহিরাগত ব্যক্তি ‘অটোটেম্পু-অটোরিকশা শ্রমিক ইউনিয়ন’ নামে একটি কমিটি দেখিয়ে স্ট্যান্ড দখল করে চাঁদা আদায় করছে। এই কমিটির সভাপতি হিসেবে খোকন এবং সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন নিজেদের পরিচয় দিচ্ছেন। অথচ তাদের কেউই প্রকৃত শ্রমিক নন। আমরা এই ভুয়া কমিটি মানি না। এটি প্রকাশ্য চাঁদাবাজি।"

বক্তারা অবিলম্বে এ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ব্যাপারে জানতে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক খোকনকে মুঠোফোনে কল দিলে তিনি এই কমিটির ব্যাপারে জানেন না বলে জানান।

উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে কল তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : মোঃ জুয়েল রানা


অফিস :

৫ম তলা, ১০০/এ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা-১২০৭

ইমেইল : [email protected]

ফোন :  +8802222243049

মোবাইলঃ 01324-414545