‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী পবনদীপ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০২:২২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০২:২২:৪৬ অপরাহ্ন
এবার ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত পবনদীপ রাজন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে তাঁর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়।‌ গাড়ি দুর্ঘটনার জেরে হাসপাতালে ভর্তি হন পবনদীপ। 

ভারতীয় একাধিক গণমাধ্যম দাবি করছে, অন্তর্জালে ছড়িয়ে পড়েছে পবনদীপের একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন পবন। অবস্থা বেশ গুরুতর। চিকিৎসকদের তত্বাবধানে এই মুহূর্তে রয়েছেন তিনি। পবনকে এই অবস্থায় দেখে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে।

‘ইন্ডিয়ান আইডল ১২’ এর মাধ্যমে লাইমলাইটে আসেন পবনদীপ রাজন। ওই সিজনে বিজয়ী হয়েছিলেন তিনি। এরপর একের পর এক শো, রেকর্ডিংস করে ভক্ত মনে জায়গা করে নিয়েছেন উত্তরাখণ্ডের এই ছেলে। তবে কাজের জন্য যেমন খবরে থেকেছেন, তেমনই চর্চায় পবনদীপের ব্যক্তিগত জীবন। বিশেষ করে অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে সম্পর্ক। 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : মোঃ জুয়েল রানা


অফিস :

৫ম তলা, ১০০/এ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা-১২০৭

ইমেইল : [email protected]

ফোন :  +8802222243049

মোবাইলঃ 01324-414545