কোরবানির ঈদের তারিখ ঘোষণা করেছে কুয়েত

আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ১০:৪২:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ১০:৪২:৪৭ পূর্বাহ্ন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৫ সালের সরকারি ছুটির তারিখ ঘোষণা করেছে কুয়েত সরকার। দেশটির মন্ত্রিসভা এক সরকারি ঘোষণায় জানায়, আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে ৯ জুন সোমবার পর্যন্ত দেশজুড়ে ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ফলে অফিস-আদালত পুনরায় খুলবে ১০ জুন, মঙ্গলবার। সূত্র : আরব টাইমস।

ঘোষণায় বলা হয়েছে, ৫ জুন নির্ধারিত হয়েছে আরাফার দিন হিসেবে। এরপর ৬ জুন থেকে শুরু হবে ঈদুল আজহার মূল ছুটি। ৯ জুন সোমবার অতিরিক্ত ছুটি বা ‘রেস্ট ডে’ হিসেবে গণ্য হবে, যার ফলে কুয়েতে ঈদ উদযাপন উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশটির সরকারি কর্মীরা।

মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। যদি তা বাস্তবায়িত হয়, তাহলে ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস। সেই অনুযায়ী, ৫ জুন হবে আরাফার দিন এবং ৬ জুন ঈদুল আজহা।

ঈদুল আজহা, মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব, যা জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়। এই দিনে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে স্মরণ করে হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগকে, যিনি আল্লাহর নির্দেশে তার পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন।

এই উৎসব মুসলিমদের মধ্যে আত্মত্যাগ, কৃতজ্ঞতা এবং ঐক্যের শিক্ষা ছড়িয়ে দেয়। কুয়েতে বসবাসরত মুসলিম প্রবাসীরাও ঈদের এই আনন্দঘন সময়টিকে উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন পরিবার-পরিজন ও কমিউনিটির সঙ্গে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : মোঃ জুয়েল রানা


অফিস :

৫ম তলা, ১০০/এ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা-১২০৭

ইমেইল : [email protected]

ফোন :  +8802222243049

মোবাইলঃ 01324-414545