গত ২০১৬ সালে জানিয়েছিলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি বলেছিলেন, 'যতদিন বেঁচে থাকবেন এফডিসিতে কুরবানি দেবেন। চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবেন।' একই বছর এফডিসিতে প্রথমবার কুরবানি দেন পরী। এ নিয়ে চলচ্চিত্রপাড়ার অনেকে চমকে যান।
ধারাবাহিকতা বজায় রেখে ২০২১ সাল পর্যন্ত কুরবানি দিয়ে আসছিলেন তিনি। সে বছর ছয়টি গরু কুরবানি দেন এই নায়িকা। তবে সে সময় এফডিসির ভেতরেরে নয় বাইরে কুরবানি দিয়েছিলেন। কারণ নিষেধাজ্ঞা। তবে এরপরের বছর থেকে পরীমণি আর কুরবানি দেননি। তার এমন মানবিক কাজে সকলেই প্রশংসা করেন।
বছর ঘুরে ফের চলে এলো মুসলিম ধর্মালম্বীদের ত্যাগের কুরবানির ঈদ। বিগত বছরও ন্যায় এবারেও তিনি এফডিসিতে কুরবানি দেবেন না বলে নিজেই জানিয়েছেন এই নায়িকা। গতকাল বৃহস্পতিবার ২২ জুন রাত সাড়ে ১১ টায় মুঠোফোনে পরীমণি বললেন, না এবার আমি এফডিসিতে কুরবানি দিব না। আমার পরিবার আছে যেহেতু তাই পরিবারের জন্য কুরবানি দিব।
এর কারণ জানতে চাইলে তিনি বললেন, কোনো কারণ নেই। শুধু এটুকু বলি আমি এফডিসিতে কুরবানি দিচ্ছিনা। সময় কিভাবে কাটছে জানতে চাইলে তিনি বলেন, এখন নিজেকে আর রাজ্যকে সময় দিচ্ছি। কাজে ফিরতে হবে তার প্রস্তুতি নিচ্ছি। ঈদের পর 'প্রীতিলতা' সিনেমা দিয়ে ক্যামেরার সামনে দাড়ানোর ইচ্ছে আছে। বাকিটা দেখা যাক কতদূর কি হয়!
ধারাবাহিকতা বজায় রেখে ২০২১ সাল পর্যন্ত কুরবানি দিয়ে আসছিলেন তিনি। সে বছর ছয়টি গরু কুরবানি দেন এই নায়িকা। তবে সে সময় এফডিসির ভেতরেরে নয় বাইরে কুরবানি দিয়েছিলেন। কারণ নিষেধাজ্ঞা। তবে এরপরের বছর থেকে পরীমণি আর কুরবানি দেননি। তার এমন মানবিক কাজে সকলেই প্রশংসা করেন।
বছর ঘুরে ফের চলে এলো মুসলিম ধর্মালম্বীদের ত্যাগের কুরবানির ঈদ। বিগত বছরও ন্যায় এবারেও তিনি এফডিসিতে কুরবানি দেবেন না বলে নিজেই জানিয়েছেন এই নায়িকা। গতকাল বৃহস্পতিবার ২২ জুন রাত সাড়ে ১১ টায় মুঠোফোনে পরীমণি বললেন, না এবার আমি এফডিসিতে কুরবানি দিব না। আমার পরিবার আছে যেহেতু তাই পরিবারের জন্য কুরবানি দিব।
এর কারণ জানতে চাইলে তিনি বললেন, কোনো কারণ নেই। শুধু এটুকু বলি আমি এফডিসিতে কুরবানি দিচ্ছিনা। সময় কিভাবে কাটছে জানতে চাইলে তিনি বলেন, এখন নিজেকে আর রাজ্যকে সময় দিচ্ছি। কাজে ফিরতে হবে তার প্রস্তুতি নিচ্ছি। ঈদের পর 'প্রীতিলতা' সিনেমা দিয়ে ক্যামেরার সামনে দাড়ানোর ইচ্ছে আছে। বাকিটা দেখা যাক কতদূর কি হয়!